Advertisement

Post Office Time Deposit Account : পোস্ট অফিসের দারুণ স্কিম, ৫ লাখ ডাবল হবে মাত্র কয়েক মাসে

১ এপ্রিল ২০২৩ থেকে গ্রাহকরা ৭.৫ শতাংশ হারে সুদের সুবিধা পাচ্ছেন। যদি টাইম ডিপোজিট স্কিমে ৫ লক্ষ বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তিতে ৭,২৪,৯৭৪ টাকা পাবেন। এতে সুদ হিসেবে পাবেন ২,২৪,৯৭৪। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 May 2023,
  • अपडेटेड 8:47 AM IST
  • পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম
  • মিলবে ডাবল টাকা
  • বিনিয়োগ করতে পারেন আপনিও

যাঁরা পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করেন তাঁদের জন্য সুখবর। এই প্রতিবেদনে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে বলা হবে, যেখানে ৫ লাখ টাকা জমা দিয়ে ১০ লাখ পাওয়া যাবে। আজও পোস্ট অফিস টাকা জমানোর সেরা উপায়। এই প্রতিবেদনে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Time Deposit Account) সম্পর্কে বলা হবে। এতে রয়েছে অর্থ দ্বিগুণের গ্যারান্টি। এতে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।

১ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে ৭.৫ শতাংশ সুদ
১ এপ্রিল ২০২৩ থেকে গ্রাহকরা ৭.৫ শতাংশ হারে সুদের সুবিধা পাচ্ছেন। যদি টাইম ডিপোজিট স্কিমে ৫ লক্ষ বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তিতে ৭,২৪,৯৭৪ টাকা পাবেন। এতে সুদ হিসেবে পাবেন ২,২৪,৯৭৪। 

১০ বছরে টাকা দ্বিগুণ হবে
আপনি যদি এর মেয়াদ ৫ বছরের জন্য বাড়িয়ে দেন, তাহলে ৫ লক্ষ টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকা পাবেন। এই টাকা ১০ বছরে ১০,৫১,১৭৫ টাকা হয়ে যাবে। এতে সুদের পরিমাণ হবে ৫,৫১,১৭৫ টাকা। এখানে ১০ বছরে আপনার টাকা দ্বিগুণ হবে।

আরও পড়ুন

১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে
আপনি ১০০ টাকার গুণিতকে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন৷ পোস্ট অফিস টিডিতে কোনও বিনিয়োগের সীমা নেই। অর্থ মন্ত্রণালয় প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার পর্যালোচনা করে।

স্কিমের বিশেষত্ব
১. আপনাকে নিকটস্থ পোস্ট অফিসে একটি টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে।
২. আপনি এই স্কিমে ১,০০০ টাকা থেকেও বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি৷
৩. ১০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৪.  নাবালক শিশুর অ্যাকাউন্ট তাঁর পিতামাতার তত্ত্বাবধানে খোলা হয়।
৫. এই স্কিমে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন।
৬. একক অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়।

কর ছাড়ের সুবিধা
পোস্ট অফিস স্কিমে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। আয়করের ধারা ৮০-সি-এর অধীনে ১,৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পেতে পারেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement