Advertisement

PM Awas Yojana: আবাস যোজনায় কী কী থাকলে পাকা বাড়ি নয়? আবেদনের আগে জানুন

আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কেন্দ্রের দেওয়া শর্তে মানা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। মঙ্গলবার তিনি জানান, প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায়, তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের দেওয়া শর্তে আইনি জালে আটকে না যায়। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2024,
  • अपडेटेड 12:07 PM IST

আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কেন্দ্রের দেওয়া শর্তে মানা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। মঙ্গলবার তিনি জানান, প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায়, তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের দেওয়া শর্তে আইনি জালে আটকে না যায়। 

এও বলেন, কেন্দ্রের আবাস যোজনায় একটা স্কুটার থাকলে টাকা পাবে না, তা যেন না হয়। আবার কারও ভাঙা মাটির বাড়িতে একখানা পাকা দেওয়াল তৈরি করেছে, তাই আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে, তা যেন না হয়। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, রাজ্য সরকার সকলের জন্য এই টাকা দিচ্ছে। তবে কেন্দ্রের আবাস যোজনা পেতে হলে কী কী শর্ত মানতে হবে? জেনে নিন-

কারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন  না?
- প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুযায়ী, যদি কোনও ব্য়ক্তির বাড়িতে গাড়ি, দুই বা তার বেশি বাইক, সাইকেল বা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ থাকে, তবে আবেদন করতে পারবেন না।
- পরিবারে যদি কেউ সরকারি চাকরি করেন বা মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হয়, তবে আবেদন করা যাবে না।
- আবেদনকারীর কাছে ন্যূনতম ৫০ হাজার টাকা লিমিটের কিষান ক্রেডিট কার্ড থাকলে আবেদন করতে পারবেন না।
- বাড়িতে একটি বা অধিক রেফ্রিজেরেটর, ল্যান্ডলাইন ফোন থাকলে বা সম্পত্তি কর দেন, এমন ব্যক্তিদের আবাস যোজনায় আবেদন করতে দেওয়া হবে না।
- আবেদনকারীর পরিবারের সদস্যের অন্য কোনও বাড়ি থাকলে, তিনি আবাস যোজনায় আবেদন করার যোগ্য হবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার শর্ত-
- আর্থিকভাবে দুর্বল আবেদনকারীদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে মিলবে না।
- নিম্ন আয় শ্রেণির আবেদনকারীদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- মধ্য় আয় শ্রেণির আবেদনকারীদের বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- মধ্য আয় শ্রেণির আবেদনকারীদের বার্ষিক আয় ১২ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

Advertisement

যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য হন তবে আবেদন করার জন্য স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://pmaymis.gov.in/। তারপর আপনি এখানে গিয়ে আবেদন করতে পারেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement