Advertisement

PM Laghu Vyapari Maandhan Yojana: অস্থায়ী দোকান থাকলেই পাবেন ৩৬,০০০ টাকা পেনশন, কেন্দ্রের বিরাট উপহার

PM Laghu Vyapari Maandhan Yojana: অনেকেই সামান্য মূলধনে রাস্তার পাশে, অস্থায়ী দোকান করে স্বনির্ভর হয়েছেন। এই ভাবে যাঁদের রুজি-রোজগার, তাঁদের বৃদ্ধ বয়সের অবসরকালীন আর্থিক নিরাপত্তা দিতে ৩৬,০০০ টাকা করে Pension দিচ্ছে কেন্দ্র। কারা, কীভাবে আবেদন করবেন? জেনে নিন...

অস্থায়ী দোকান থাকলেই পাবেন ৩৬,০০০ টাকা পেনশন, কেন্দ্রের বিরাট উপহার!অস্থায়ী দোকান থাকলেই পাবেন ৩৬,০০০ টাকা পেনশন, কেন্দ্রের বিরাট উপহার!
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 05 Feb 2023,
  • अपडेटेड 4:55 PM IST
  • অনেকেই সামান্য মূলধনে রাস্তার পাশে, অস্থায়ী দোকান করে স্বনির্ভর হয়েছেন।
  • ই ভাবে যাঁদের রুজি-রোজগার, তাঁদের বৃদ্ধ বয়সের অবসরকালীন আর্থিক নিরাপত্তা দিতে ৩৬,০০০ টাকা করে Pension দিচ্ছে কেন্দ্র।

Pradhan Mantri Laghu Vyapari Maandhan Yojana: যারা সরকারি চাকরি করছেন তাদের পেনশনের কোনও টেনশন নেই, কিন্তু সবাই সরকারি চাকরিতে থাকে না। এমন পরিস্থিতিতে, আপনি যদি কোনও ব্যবসা করেন তবে কেন্দ্র এই ব্যবসায়ীদের জন্য সেরা স্কিম নিয়ে এসেছে। এর আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে। ২০১৯ সালের জুলাই মাসে এই স্কিম নিয়ে এসেছিল মোদী কেন্দ্র। এই স্কিমের সুবিধা নিতে, সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। আপনি এই স্কিমের জন্য কীভাবে আবেদন করতে পারেন তা জেনে নিন...      

প্রধানমন্ত্রীর ক্ষুদ্র ব্যবসা মানধন যোজনা (PM Laghu Vyapari Maandhan Yojana):
কেন্দ্র প্রতিটি শ্রেণীর জন্য স্কিম চালায়। একইভাবে দেশের রাস্তায় কোটি কোটি মানুষ দোকানপাট বসিয়েছে। তারা ভবিষ্যতে কোনও ধরনের পেনশন পাওয়ার আশা করেন না। এ কারণে কেন্দ্র এই প্রকল্প চালু করেছে। এর অধীনে, ৬০ বছর পর, আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন। বয়স অনুযায়ী এই পেনশন নির্ধারিত হয়। এই স্কিমের বিশেষ বিষয় হল আপনি যে পরিমাণ বিনিয়োগ করবেন। একই পরিমাণ অর্থ কেন্দ্রও দেয়। এতে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

পিএম লঘু ব্যাপরী মানধন যোজনার জন্য কী কী নথি প্রয়োজন?
আপনি যদি এই পেনশন স্কিমের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার অবশ্যই আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর থাকতে হবে। 

কীভাবে অনলাইনে আবেদন করুন?
•    এজন্য প্রথমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 
•    এখানে হোম পেজে গিয়ে আবেদন করতে এখানে ক্লিক করুন।
•    এখানে Self Enrollment এ ক্লিক করুন। 
•    এখন মোবাইল নম্বর লিখুন এবং OTP লিখুন। 
•    আবেদনপত্রে সমস্ত বিবরণ লিখুন এবং নথিগুলির স্ক্যান কপি আপলোড করুন।  
•    আপলোড করার পর সাবমিট করুন। 
•    এর পর আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement