Advertisement

Rail Neer: আর ১৫ টাকা নয়, স্টেশনের ১ লিটার ‘রেল নীর’ জলেরও দামও কমে গেল!

২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি হ্রাস, আর সেই সুবিধা সরাসরি যাত্রীদের হাতে তুলে দিল ভারতীয় রেলওয়ে। সম্প্রতি রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রেন ও স্টেশনে বিক্রি হওয়া ‘রেল নীর’ ব্র্যান্ডের বোতলজাত পানির দাম কমানো হয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি হ্রাস, আর সেই সুবিধা সরাসরি যাত্রীদের হাতে তুলে দিল ভারতীয় রেলওয়ে।
  • সম্প্রতি রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রেন ও স্টেশনে বিক্রি হওয়া ‘রেল নীর’ ব্র্যান্ডের বোতলজাত পানির দাম কমানো হয়েছে।

২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি হ্রাস, আর সেই সুবিধা সরাসরি যাত্রীদের হাতে তুলে দিল ভারতীয় রেলওয়ে। সম্প্রতি রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রেন ও স্টেশনে বিক্রি হওয়া ‘রেল নীর’ ব্র্যান্ডের বোতলজাত পানির দাম কমানো হয়েছে।

আগে যেখানে ১ লিটার রেল নীর জল কিনতে যাত্রীদের দিতে হত ১৫ টাকা, এখন সেটি নামিয়ে আনা হয়েছে ১৪ টাকায়। আধা লিটার বোতলের ক্ষেত্রেও দাম ১০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯ টাকা। রেল মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জিএসটি হ্রাসের যে সুবিধা দেওয়া হয়েছে, তার ফল সরাসরি গ্রাহকের কাছে পৌঁছনোর জন্যই এই পদক্ষেপ।

রেলের এই সিদ্ধান্ত যাত্রীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। যদিও অনেক যাত্রী অভিযোগ করেছেন, অনুমোদিত মূল্যের চেয়েও বেশি দামে জল বিক্রি হয় স্টেশন ও ট্রেনে। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফলে অতিরিক্ত দাম নেওয়া আইনবিরুদ্ধ।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে জিএসটি কাউন্সিল সরকারের প্রস্তাব অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মাত্র দুটি জিএসটি স্ল্যাব, ৫% ও ১৮%। ফলে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন শ্যাম্পু, সাবান, বাইক ও গাড়ির দামও কমতে শুরু করবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও জানিয়েছেন, এই জিএসটি হ্রাসের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের উদ্দেশ্য, এবং এ ব্যাপারে কোনও গাফিলতি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

Read more!
Advertisement
Advertisement