Advertisement

Water Bottle rules in Train: ট্রেনে এক লিটার বিসলেরির দাম ১৪ টাকার এক পয়সাও বেশি দেবেন না, নিয়মটা জানেন?

ট্রেনে জল কিনতে গিয়ে অনেক সময়ই যাত্রীরা বিভ্রান্ত হন। কোথাও ২০ টাকা চাওয়া হচ্ছে, কোথাও আবার কম দামে জল পাওয়া যাচ্ছে। আসলে ভারতীয় রেলের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা জানলে সহজেই অতিরিক্ত টাকা দেওয়ার হাত থেকে বাঁচতে পারেন।

ট্রেনে বিক্রি হচ্ছে জলের বোতল।-ফাইল ছবিট্রেনে বিক্রি হচ্ছে জলের বোতল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • ট্রেনে জল কিনতে গিয়ে অনেক সময়ই যাত্রীরা বিভ্রান্ত হন।
  • কোথাও ২০ টাকা চাওয়া হচ্ছে, কোথাও আবার কম দামে জল পাওয়া যাচ্ছে।

ট্রেনে জল কিনতে গিয়ে অনেক সময়ই যাত্রীরা বিভ্রান্ত হন। কোথাও ২০ টাকা চাওয়া হচ্ছে, কোথাও আবার কম দামে জল পাওয়া যাচ্ছে। আসলে ভারতীয় রেলের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা জানলে সহজেই অতিরিক্ত টাকা দেওয়ার হাত থেকে বাঁচতে পারেন।

ভারতীয় রেলের নিজস্ব পানীয় জল ব্র্যান্ড হল রেল নীর। আগে এই জলের বোতল ১৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে এক লিটার রেল নীরের দাম নির্ধারিত হয়েছে ১৪ টাকা। শুধু রেল নীরই নয়, ট্রেনে বা রেলস্টেশনে যদি বিসলেরি, কিনলি বা অন্য কোনও অনুমোদিত সংস্থার বোতলজাত জল বিক্রি করা হয়, সেখানেও দাম একই,  ১৪ টাকা।

অনেকের মনে প্রশ্ন থাকে, রেল নীর ছাড়া অন্য কোম্পানির জল কি ট্রেনে বিক্রি করা যায়? উত্তর হল, হ্যাঁ, তবে শর্তসাপেক্ষে। যখন কোনও কারণে রেল নীর পাওয়া যায় না, তখনই আইআরসিটিসি অনুমোদিত বিক্রেতারা অন্য সংস্থার জল বিক্রি করতে পারেন। তবে বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো যে কোনও ব্র্যান্ড বিক্রি করতে পারেন না। রেলওয়ে প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে অনুমোদন দেয় এবং সেই জোনে শুধুমাত্র সেই তালিকাভুক্ত ব্র্যান্ডের জল বিক্রি করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দামের নিয়ম। রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী, রেল নীরের বদলে অন্য যে কোনও অনুমোদিত কোম্পানির জল বিক্রি হলেও তার দাম রেল নীরের সমানই হতে হবে। অর্থাৎ, এক লিটার বোতলের দাম ১৪ টাকা এবং আধ লিটার বোতলের দাম ৯ টাকা, এর বেশি নেওয়া বেআইনি।

তবুও যদি কোনও বিক্রেতা জল কিনতে গিয়ে ২০ টাকা দাবি করেন বা নির্ধারিত দামের বেশি টাকা নেন, তাহলে চুপ করে বসে থাকার প্রয়োজন নেই। যাত্রীরা সঙ্গে সঙ্গে ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

Advertisement

অতএব, পরের বার ট্রেনে জল কিনতে গিয়ে অতিরিক্ত টাকা দিতে বলা হলে নিশ্চিন্তে নিয়মের কথা মনে করিয়ে দিন। জানলেই বাঁচবেন অযথা খরচ থেকে।

 

Read more!
Advertisement
Advertisement