
পড়ছে শেয়ারবাজার। লোকসান হচ্ছে বিনিয়োগকারীদের। তবে এমন পরিস্থিতিতেও ভাল পারফর্ম করছে কিছু রেলের স্টক। এই যেমন রেলওয়ে বিকাশ নিগম (RVNL), রেলটেল কর্পোরেশন অব ইন্ডিয়া (RailTail), ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন (IRFC) থেকে শুরু করে IRCTC-এর স্টক রয়েছে। এই সব স্টকই আজ বেড়েছে।
RVNL-এর স্টক ১৩.২১ শতাংশ বেড়েছে। এর দাম ৩৪৫.৭০ টাকা থেকে ৩৯১.৪০ টাকায় পৌঁছে গিয়েছে। তবে এই স্টকটার দাম ২০২৫ সাল থেকে ৯ শতাংশ কমের দিকে ছিল। ওদিকে RailTail-এর শেয়ার ৮.১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা ৩৫৬.৫৫ টাকা থেকে ৩৮৫.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে।
IRFC-এর দাম বেড়েছে ৮.৬৫ শতাংশ। এটি দাম পৌঁছে গিয়েছে ১৩১.৯৫ টাকায়। এছাড়া Texmaco Rail ৪.৪৭ শতাংশ বেড়ে ১৪০.১০ টাকা এবং IRCTC ৩.৭৯ শতাংশ বেড়ে ৭০৫.৩০ টাকা। IRFC বেড়েছে ৯ শতাংশ। এর দাম রয়েছে ১৩২.৪৩ টাকায়।
কেন বাড়ছে রেলের শেয়ারের দাম?
হঠাৎ করেই বাড়তে শুরু করেছে রেলের শেয়ারের দাম। আর এমনটা হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে প্রথম কারণ হল, ভাড়া বাড়াতে চলেছে রেল। জুলাই মাসে ভাড়া বাড়ানোর পর আবার তারা ভাড়া বাড়াল।
সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে রেল খরচ এবং আয়ের মধ্যে সমতা বজায় রাখার জন্যই ভাড়া বৃদ্ধি করছে। আর তার ফলে বাড়তে পারে রেলের আয়। সেই কথাটা ভেবেই অনেকে হয়তো বিনিয়োগ করছেন রেলের স্টকে। যার ফলে আদতে বাড়তে শুরু করেছে শেয়ারের দাম।
বাজেটও কারণ
আসলে ২০২৬ সালের বাজেট ফেব্রুয়ারিতে হবে। আর সেই দিন রেলেও অনেকটা বিনিয়োগের ঘোষণা হতে পারে। নতুন নতুন ট্রেন আসতে পারে। সেই সঙ্গে লাইনের পরিকাঠামো বাড়ানো, স্টেশনকে আধুনিক করে তোলার ঘোষণাও হতে পারে। আর এই কারণেই রেলের স্টকগুলির দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কী হতে পারে?
এই স্টকগুলি যে কোন দিকে যেতে পারে, সেটা এখনই বলা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই শর্ট টার্মের কথা না ভেবে একটু লং টার্ম ভাবতে হবে। সেক্ষেত্রে সংস্থাগুলির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখুন। তাহলেই ঠিক ঠাক ইনভেস্টমেন্ট করতে পারবেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।