Advertisement

Rajdhani vs Bande Bharat Express: বন্দে ভারত না রাজধানী, কোন ট্রেনে বেশি সুবিধা?

রাজধানি এক্সপ্রেস তার বিলাসিতা, আরাম এবং প্রিমিয়াম সুবিধার জন্য অনেকদিন ধরেই পরিচিত। তবে এবার তাকে টেক্কা দিতে চলে এসেছে বন্দে ভারত। নতুন বন্দে ভারত ট্রেনে নানা ধরণের সুবিধা পাওয়া যাচ্ছে। তবে তা কি নতুন বন্দে ভারতের থেকে ভাল? সেটাই এই প্রতিবেদনে জানাবো আপনাদের। এই দুই ট্রেনেই শুধু এসি কোচ থাকে। যাত্রীরা চলার পথে কমপ্লিমেন্টারি খাবার পান।

বন্দে ভারত ও রাজধানীবন্দে ভারত ও রাজধানী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 4:52 PM IST

রাজধানি এক্সপ্রেস তার বিলাসিতা, আরাম এবং প্রিমিয়াম সুবিধার জন্য অনেকদিন ধরেই পরিচিত। তবে এবার তাকে টেক্কা দিতে চলে এসেছে বন্দে ভারত। নতুন বন্দে ভারত ট্রেনে নানা ধরণের সুবিধা পাওয়া যাচ্ছে। তবে তা কি নতুন বন্দে ভারতের থেকে ভাল? সেটাই এই প্রতিবেদনে জানাবো আপনাদের। এই দুই ট্রেনেই শুধু এসি কোচ থাকে। যাত্রীরা চলার পথে কমপ্লিমেন্টারি খাবার পান। 

১০২টি বন্দে ভারত চলছে দেশজুড়ে
রাজধানি এক্সপ্রেসের নেটওয়ার্ক অনেক বড় শহরকে সংযুক্ত করেছে, যার মধ্যে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ রয়েছে। ভারতীয় রেলওয়ে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত মোট ১০২টি বন্দে ভারত ট্রেন সার্ভিস চালাচ্ছে (৫১ জোড়া ট্রেন)। এটির সর্বোচ্চ গতি ১৬০ কিমি/ঘণ্টা। বন্দে ভারত সিরিজের নতুন স্লিপার কোচ, যদিও চেয়ার কার ট্রেনের মতো, তবে এতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।  

কী কী সুবিধা আছে বন্দে ভারতে?
এতে রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, টাচ-ফ্রি সুবিধাসমূহ। বন্দে ভারত স্লিপারের প্রতি বার্থের পাশেই অতিরিক্ত কুশনিং রয়েছে। সব কোচে অটোমেটিক দরজা, জিপিএস-ভিত্তিক অডিও-ভিজ্যুয়াল যাত্রী তথ্য ব্যবস্থা, বিনোদনের জন্য অনবোর্ড হটস্পট ওয়াইফাই এবং অত্যন্ত আরামদায়ক সিটিং রয়েছে। বন্দে ভারতে রয়েছে ডুলার পান্ট্রি এবং অটোমেটিক বাহ্যিক যাত্রী দরজা। এছাড়াও রয়েছে সেন্সরভিত্তিক ইন্টারকম দরজা। বন্দে ভারত এক্সপ্রেসে ১ম এসি কোচে গরম জলের শাওয়ার ছাড়াও রয়েছে পাবলিক অ্যানাউন্সমেন্ট এবং ভিজ্যুয়াল বোর্ড। যেখানে কোন স্টেশন আসছে তা লেখা থাকে। রয়েছে যাত্রীদের জন্য আধুনিক সমস্ত সবুিধা এবং প্রশস্ত লাগেজ রুম৷

রাজধানীতে কী কী সুবিধা পাবেন?
রাজধানি এক্সপ্রেস ট্রেনগুলি তিনটি আলাদা শ্রেণি রয়েছে। এগুলি হল: এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টায়ার, এবং এসি ৩-টায়ার। রাজধানি এক্সপ্রেসেও যাত্রীদের চলার পথে কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়। রাজধানি এক্সপ্রেসে যাত্রীদের পিলো, তোয়ালে এবং চাদর দেওয়া হয়৷ এগুলি সিল করা মোড়কের মাধ্যমে বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রতিটি বেডরোলের মধ্যে একটি পিলো, একটি কম্বল, একটি ফেস তোয়ালে এবং দুটি বিছানার চাদর থাকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement