Advertisement

Ration Card Aadhaar Link: ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, রেশনের ফ্রি চাল-গম নাও পেতে পারেন, উপায়?

যে সমস্ত গ্রাহকরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাবে না, তাঁদের রেশন কার্ডটি জাল বলে বিবেচনা করে মুছে ফেলা হবে। এর পরে, সংশ্লিষ্ট রেশন কার্ডের ডেটা পাওয়া না গেলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে।

রেশন কার্ড আধার লিঙ্করেশন কার্ড আধার লিঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2023,
  • अपडेटेड 11:56 AM IST
  • ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার সিডিং করা না হলে রেশন কার্ড অকেজো হয়ে যাবে
  • রেশন কার্ডের ডেটা পাওয়া না গেলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে

আপনি যদি রেশন কার্ডে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত রেশন পেয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য দরকারি। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের সমস্ত রাজ্যে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই রেশন কার্ড যাচাই-বাছাই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। রেশন কার্ডধারীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ড এবং আধার লিঙ্ক করতে বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার সিডিং করা না হলে রেশন কার্ড অকেজো হয়ে যাবে।

যে সমস্ত গ্রাহকরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাবে না, তাঁদের রেশন কার্ডটি জাল বলে বিবেচনা করে মুছে ফেলা হবে। এর পরে, সংশ্লিষ্ট রেশন কার্ডের ডেটা পাওয়া না গেলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। রাজ্যের সমস্ত জেলা সরবরাহ অফিসে এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এর পরে, রাজ্যে একটি প্রচার চালিয়ে রেশন কার্ডধারীদের আধার সিডিং করাতে বলা হয়েছে।

রাজ্য সরকার সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দিয়েছে। এখনও বেশিরভা গ্রাহকই রেশন কার্ডের সঙ্গে তাঁদের আধার লিঙ্ক করেননি, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে প্রক্রিয়াটি সেপ্টেম্বর থেকে শুরু হবে। একটি ডেটাবেজ তৈরি করা হবে যেখানে প্রকৃত সুবিধাভোগীরা সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন

অফলাইনে যেভাবে রেশন-আধার লিঙ্ক করাবেন

  • পরিবারের সকল সদস্যের আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স নিন।
  • যদি আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তবে ব্যাঙ্ক পাসবুকের জেরক্সও নিন।
  • পরিবারের প্রধানের একটি পাসপোর্ট সাইজ ছবি নিন এবং রেশনের দোকানে বা ফুড ইনস্পেক্টরের অফিসে জমা দিন।
  • আধার ডেটাবেজের জন্য সেই তথ্য যাচাই করার জন্য আপনাকে সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট আইডি দিতে বলা হবে
  • সংশ্লিষ্ট বিভাগ সমস্ত নথি পাওয়ার পরে আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হবে।
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার নথিপত্র সহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
  • এর পরে, রেশন কার্ড এবং আধার লিঙ্ক করা হলে আপনাকে জানানো হবে।

অনলাইন লিঙ্ক করবেন যেভাবে

  • প্রথমে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  • Link Aadhaar with active cards-এ ক্লিক করতে হবে।
  • রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর লিখতে হবে।
  • এবার কী পরিষেবা চান, সেটা বেছে নিতে হবে। এ ও বি অপশন দেওয়া থাকবে। প্রথমে থাকবে-আপডেট করুন আধার ও মোবাইল নম্বর। পরে থাকবে-আপডেট অনলি মোবাইল নম্বর।
  • সব দেওয়া হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।
  • এবার নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে 'ওটিপি' এন্টার করতে হবে।
  • ওটিপি দিলেই লিঙ্ক হয়ে যাবে আধার কার্ড ও রেশন কার্ড।

এছাড়া 'খাদ্যাসাথী- আমার রেশন' মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement