Ration Card Bhul Sanshodhan: রেশন কার্ড (Ration Card Status Check) আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটার মাধ্যমে আমরা প্রতি মাসে নির্দিষ্টি পরিমাণে রেশন পায়। তবে, অনেকেরই রেশন কার্ডে নানা তথ্য ভুল থাকে। নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে। এগুলো সংশোধন করে নেওয়া প্রয়োজন। অনেকেই জানেন না কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করা যায়।
আজকে আমরা জানাব কীভাবে আপনি রেশন কার্ডের তথ্যে থাকা ভুল সংশোধন (Ration Card Correction) করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না। বাড়ি বসেই কম্পিউটার বা মোবাইলে বা কোনও সাইবার ক্যাফে থেকেই ঠিক করতে পারবেন অনলাইনে। তাও আবার বিনামূল্যে। রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য কোনও টাকা দিতে হবে না কাউকে। অনেকেই ভাবেন ব্লক অফিসে বা খাদ্য দপ্তরের অফিসে ভুল সংশোধন করতে হবে। না, বর্তমানে অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় খাদ্য দপ্তরের অফিসে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করবেন।
কীভাবে অনলাইনে কাজটি করবেন: