Advertisement

RBI Silver Loan: সিলভার লোন! এবার রুপোর গয়নাতেও মিলবে ঋণ, ঠিক যা জানাল RBI

সোনার সামনে চিরকালই ফেলনা ছিল রুপো। এমনকী রুপোর গয়না দিয়ে এতদিন নেওয়া যেত না লোন। তবে সেই আক্ষেপ এবার মিটতে চলেছে। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই জানিয়েছে যে রুপো জমা রেখেই মিলবে ঋণ।

এবার রুপোতেও লোনএবার রুপোতেও লোন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 3:21 PM IST
  • সোনার সামনে চিরকালই ফেলনা ছিল রুপো
  • এমনকী রুপোর গয়না দিয়ে এতদিন নেওয়া যেত না লোন
  • রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই জানিয়েছে যে রুপো জমা রেখেই মিলবে ঋণ

সোনার সামনে চিরকালই ফেলনা ছিল রুপো। এমনকী রুপোর গয়না দিয়ে এতদিন নেওয়া যেত না লোন। তবে সেই আক্ষেপ এবার মিটতে চলেছে। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই জানিয়েছে যে রুপো জমা রেখেই মিলবে ঋণ।

কী জানাল আরবিআই?

২০২৬ সালের ১ এপ্রিল থেকে রুপো জমা রেখেও লোন নেওয়া যাবে। এই মর্মে নিজেদের গাইডলাইনে বদল এনেছে দেশের প্রধান ব্যাঙ্ক।

নিজেদের নিয়মে এই পরিবর্তন আনার ফলে আদতে মানুষের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত, আর্থিকভাবে দুর্বল মানুষ এর জন্য উপকৃত হবে। তারা লোন নিয়ে কোনও পরিস্থিতি সামাল দিতে পারবে।

কারা ঋণ পাবেন?

যাদের কাছে রুপোর গয়না রয়েছে, তারা জমা রেখে লোন পেতে পারেন। শুধু তাই নয়, বাড়িতে রুপোর কোনও কয়েন থাকলেও অনায়াসে নেওয়া যাবে লোন। যদিও মাথায় রাখতে হবে, সোনার বাটি, গ্লাস বা ওই ধরনের কোনও পাত্র জমা রেখে ঋণ মিলবে কি না, সেটা এখনও জানা যায়নি।

তবে নতুন এই নীতি নিয়ে খুব খুশি বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশের একটা বড় মানুষের কাছে সোনা তেমন পরিমাণে নেই। তবে রুপো রয়েছে। বিশেষত, যারা আর্থিকভাবে দুর্বল তাদের কাছে রুপোর গয়নাই থাকে। সোনা থাকে না। আর সেই সব মানুষদের জন্যই দারুণ খবর দিল আরবিআই। এই নতুন নীতির ফলে তারা রুপো জমা রেখেই পাবেন লোন। যার ফলে কোনও আর্থিক পরিস্থিতি সামলে নিতে পারবেন।

এছাড়া আরও একটা দল এর সুবিধা তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যারা ছোট ছোট ব্যবসা করে, তাদের অনেক ক্ষেত্রেই টাকার প্রয়োজন হয়। কিন্তু তারা নানা কারণে লোন পান না। এমনকী তাদের কাছে সোনাও থাকে না। আর এই সব ছোট ছোট ব্যবসায়ীরা অবশ্য চাইলেই নিতে পারেন লোন। রুপো জমা রাখলেই লোন নেওয়া যাবে। আর এটা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে করবে সাহায্য।

Advertisement

এই বিষয়গুলি মাথায় রাখতে হবে

আসলে সোনার তুলনায় রুপোর চাহিদা কম। যার ফলে লোন টু ভ্যালু রেশিও এবং ইন্টারেস্ট রেট এক্ষেত্রে অনেকটাই বদলে যাবে। এমন পরিস্থিতিত রুপোয় লোন নিলে অনেক বেশি ইন্টারেস্ট রেট দিতে হতে পারে বলে আগেভাগেই জানিয়ে রেখেছে আরবিআই।

তাই আরবিআই এই লোন নেওয়ার আগে একাধিক দিক মাথায় রাখার পরামর্শ দিচ্ছে। তাদের মতে, লোন নেওয়ার নেওয়ার আগে অবশ্যই সুদের হার, রুপোর বিশুদ্ধতা, কতদিন ধরে লোন শোধ করতে হবে এবং দ্রুত লোন শেষ করার টার্ম অ্যান্ড কন্ডিশন মাথায় রাখা জরুরি। তারপরই ঋণ নিন।

Read more!
Advertisement
Advertisement