Advertisement

10 Rupee Coin:ছোট ১ টাকার কয়েন, পুরনো ১০ টাকার কয়েন কি নিষিদ্ধ? স্পষ্ট করে দিল RBI

পুরনো ১০ টাকার কয়েন কি ব্যান করা হয়েছে? দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরপরেই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি RBI-এর তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। 

স্পষ্ট নির্দেশ RBI-এরস্পষ্ট নির্দেশ RBI-এর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 4:46 PM IST
  • পুরনো ১০ টাকার কয়েন কি ব্যান করা হয়েছে?
  • বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • একই সময় দেশে একই মূল্যের বিভিন্ন কয়েন চালু থাকে।

পুরনো ১০ টাকার কয়েন কি ব্যান করা হয়েছে? দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরপরেই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি RBI-এর তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। 

RBI কী জানাল?

কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, একই সময় দেশে একই মূল্যের বিভিন্ন কয়েন চালু থাকে। এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ৫০ পয়সা, ১ টাকা (রুপি), ২ টাকা (রুপি), ৫ টাকা (রুপি), ১০ টাকা (রুপি), ২০ টাকা (রুপি)-র সব কয়েনই বাজারে বৈধ ও চালু রয়েছে। 

ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিনা দ্বিধায় এই কয়েনগুলি নিতে নির্দেশ দিয়েছে RBI।  পাশাপাশি কয়েন সম্পর্কে ছড়ানো কোনও গুজবেও বিশ্বাস না করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের  একাধিক জেলাতেও, বিশেষ করে কলকাতা থেকে দূরের জেলাগুলিতে ছোট ১ টাকার কয়েন নিয়ে ভুল ধারণা রয়েছে। অভিযোগ বহু দোকানিরা ছোট ১ টাকার কয়েন নিতে চান না। সেই কারণেই সাধারণ মানুষও ছোট ১ টাকার কয়েন নেওয়া নিয়ে দ্বিধায় ভোগেন।

প্রসঙ্গত, ২০১৯ সালেও RBI কয়েন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে Reserve Bank of India সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করে বলে, কোনও রকম গুজবে কান না দিয়ে সকলে যেন চালু থাকা সব রকমের কয়েন নেয়। অর্থাৎ RBI-র জারি করা সব কয়েন দেশে এখনও পুরোপুরি বৈধ।

চালু থাকা কয়েন নিতে না চাইলে শাস্তি হতে পারে

আইন অনুসারে নোট বা মুদ্রার জাল মুদ্রণ, জাল নোট বা মুদ্রার প্রচলন, আসল বা বৈধ মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করা অপরাধ । কোনও ব্যক্তি বাজারে চালু থাকা মুদ্রা বা নোট নিতে অস্বীকার করলে তার জেল পর্যন্ত হতে পারে।

Read more!
Advertisement
Advertisement