Advertisement

RBI FD Rules: বড় খবর, কাল থেকেই বদলে যাচ্ছে FD-র নিয়ম, জানুন নয়া গাইডলাইন

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফিক্সড ডিপোজিট এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। এই পরিবর্তনগুলি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমানত ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 31 Dec 2024,
  • अपडेटेड 7:56 PM IST
  • ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফিক্সড ডিপোজিট এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করতে চলেছে।
  • এই পরিবর্তনগুলি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমানত ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফিক্সড ডিপোজিট এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। এই পরিবর্তনগুলি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমানত ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

প্রধান পরিবর্তনগুলি
১. ছোট আমানতের সম্পূর্ণ উত্তোলন
আমানতকারীরা তিন মাসের মধ্যে ছোট আমানত (১০,০০০ টাকা পর্যন্ত) কোনও সুদ ছাড়াই পুরোপুরি তুলতে পারবেন।

২. বড় আমানতের আংশিক উত্তোলন
বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে, মূল পরিমাণের সর্বোচ্চ ৫০% বা ৫ লক্ষ টাকা (যেটি কম) তিন মাসের মধ্যে সুদ ছাড়াই উত্তোলন করা যাবে।

৩. গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বিশেষ ছাড়
গুরুতর অসুস্থতার প্রেক্ষিতে আমানতের সময়কাল নির্বিশেষে সম্পূর্ণ মূলধন তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে, তবে কোনও সুদ দেওয়া হবে না।

NBFC এবং HFC-দের জন্য নির্দেশিকা
নমিনির বিবরণ
NBFC-গুলিকে গ্রাহকদের মনোনয়ন ফর্ম জমা দেওয়া বা পরিবর্তনের প্রাপ্তি স্বীকার করার ব্যবস্থা করতে বলা হয়েছে।
পাসবুক বা রসিদে মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ম্যাচিওরিটির তথ্য প্রদান
আগে NBFC-গুলিকে আমানতের মেয়াদপূর্তির ২ মাস আগে জানাতে হতো। এখন এটি কমিয়ে মেয়াদপূর্তির কমপক্ষে ১৪ দিন আগে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

আমানতের অকাল প্রত্যাহার সংক্রান্ত নিয়ম
১. পাবলিক ডিপোজিটের ক্ষেত্রে
আমানতের তিন মাসের মধ্যে ৫০% পর্যন্ত উত্তোলন করা যাবে। অবশিষ্ট পরিমাণে নির্ধারিত হারে সুদ প্রযোজ্য হবে।

২. বিদ্যমান চুক্তিতে পরিবর্তন
যেসব চুক্তিতে তিন মাসের আগে আমানত প্রত্যাহার করার অনুমতি ছিল না, সেগুলিতেও নতুন নিয়ম প্রযোজ্য হবে।

নিয়ম পরিবর্তনের লক্ষ্য
RBI-এর এই নতুন নির্দেশিকা আমানতকারীদের স্বার্থ রক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা আনতে সহায়ক হবে। যারা FD-তে বিনিয়োগ করেছেন বা ভবিষ্যতে বিনিয়োগ করতে চান, তাদের এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

 

Read more!
Advertisement
Advertisement