Advertisement

Cheque Clearance Timing: ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল আনল RBI, এবার থেকে কতদিনে ক্লিয়ার হবে চেক?

চেক ক্লিয়ারেন্সের নিয়মে বড় বদল। এবার থেকে আরও কম সময়ে হাতে চলে আসবে চেকের টাকা। কীভাবে? জেনে নিন RBI-এর নয়া সিস্টেম।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 7:58 AM IST
  • RBI বড় বদল আনল ব্যাঙ্কিং পরিষেবায়
  • এবার থেকে একদিনেই ক্লিয়ার হয়ে যাবে চেক
  • নয়া এই সিস্টেমে গ্রাকদের কী করতে হবে?

৪ অক্টোবর, শনিবার থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল আসতে চলেছে। এদিন থেকে ফাস্ট চেক ক্লিয়ারেন্স সিস্টেম কার্যকর করার কথা ঘোষণা করেছে RBI। এই নয়া সিস্টেমের ফলে এবার থেকে চেক জমা করার পর সেই দিনই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আর ২-৩ দিন অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। 

RBI-এর বড় সিদ্ধান্ত
বর্তমানে চেক ক্লিয়ার হতে কয়েকদিন সময় লাগে। এই সিস্টেম বদল করে RBI নয়া প্রক্রিয়া চালু করেছে। এবার থেকে শুরু হবে Continuous Cheque Clearing মোড। এর ফলে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সময়ের মধ্যে যখনই চেক জমা করুন না কেন, ইমেজ এবং ডেটা তৎক্ষণাৎ স্ক্যান করে ক্লিয়ারিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। সন্ধ্যা ৭টার মধ্যে চেক কনফার্ম করতে হবে। যদি ব্যাঙ্ক সময় মতো প্রতিক্রিয়া না দেয় তবে চেকটি অটোমেটিক ক্লিয়ার হয়ে গিয়েছে ধরে নেওয়া হবে। 

২টি ধাপে কার্যকর হবে নয়া সিস্টেম
প্রথম ধাপ: ৪ অক্টোবর, ২০২৫ থেকে ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ব্যাঙ্কের কাছে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনফার্ম করার সময় থাকবে। 
দ্বিতীয় ধাপ: ৩ জানুয়ারি, ২০২৬ থেকে ব্যাঙ্ককে চেক কনফার্ম করার জন্য মাত্র ৩ ঘণ্টা সময় দেওয়া হবে। যদি একটি চেক সকাল ১০টায় জমা করা হয় তবে সেটি দুপুর ২টোর মধ্যে ক্লিয়ার করতে হবে। যাতে ক্লিয়ারেন্স প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হয়। 

প্রাথমিক ভাবে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরে এই প্রক্রিয়া পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। এরপর দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সমস্ত শাখাতেই সিস্টেম চালু হবে। এতে ব্যাঙ্কের পরিষেবার গুণগত মান বৃদ্ধি পাবে এবং চেক ক্লিয়ারেন্সও অনেক সহজতর হবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। 

গ্রাহকদের কাছে কী অনুরোধ?
RBI বড় অঙ্কের চেকের ক্ষেত্রে Positive Pay System আবশ্যক করেছে। এর মাধ্যমে গ্রাহক ব্যাঙ্ককে চেকের গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই জানাতে পারবেন। ঠকার সম্ভাবনাও কমবে এবং ভুয়ো চেক স্বাভাবিক ভাবেই ক্লিয়ারেন্স আটকে যাবে। এই পরিবর্তনের ফলে গ্রাহক এবং ব্যাঙ্ক, দু'পক্ষের সুবিধা হবে। গ্রাহকরা দ্রুত চেকের টাকা হাতে পাবেন এবং লেনদেন সংক্রান্ত অনিশ্চয়তা কমবে। ব্যবসায়ীদের কাছে নগদ টাকার ফ্লো থাকবে। ব্যাঙ্কিং প্রণালীর বিশ্বাসযোগ্যতাও অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, RBI গ্রাহকদের পরামর্শ দিয়েছে, চেক জমা করার সময়ে যেন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়। সমস্ত তথ্য সঠিক ভাবে লেখা এবং উল্লিখিত অ্যাকাউন্টে টাকা থাকা বাঞ্ছনীয়। এতে চেক ক্লিয়ারেন্সে দেরি হওয়ার সমস্যা আর হবে না। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement