
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল RBI। একাধিক নিয়ম না মেনে চলার কারণে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কটিকে মোট ৬.২ মিলিয়ন টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু RBI কী কারণে এমন পদক্ষেপ নিল? এর ফলে গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে? জেনে নেওয়া যাক।
PTI-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, শুক্রবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর এই জরিমানা চাপানো হয়েছে। RBI জানিয়েছে, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট, বিজনেস করেসপন্ডেন্টস এবং ক্রেডিট ইনফরমেশন কোম্পানি রুলস ২০০৬-এর মতো একাধিক নিয়ম মেনে চলার ক্ষেত্রে ব্যাঙ্কটির ব্যর্থতা রয়েছে। ফলে ব্যাঙ্কটির উপর ৬১.৯৫ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে।
RBI-এর তরফে জানানো হয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এমন কিছু গ্রাহকদের জন্য অতিরিক্ত বিএসবিডি অ্যাকাউন্ট খুলেছে, যে গ্রাহকদের নামে আগে থেকেই এই অ্যাকাউন্ট ছিল। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের নজরে আসে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিজেদের কাজের পরিধির বাইরে গিয়েও কিছু বিজনেস কোরসপন্ডেন্টের সঙ্গে চুক্তি করেছে। এছাড়াও ব্যাঙ্কটির বিরুদ্ধে অভিযোগ, তারা কিছু ঋণগ্রহীতা সম্পর্কে ক্রেডিট সংস্থাগুলিকে ভুল তথ্যও সরবরাহ করেছিল।
RBI-এর দাবি এতগুলি ভুল নজরে আসার পরেই ব্যাঙ্কটিকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক। এরপরেই অভিযোগগুলি সত্যি বলে প্রমাণিত হওয়ায় ৬১.৯৫ লক্ষ টাকার জরিমানা চাপানো হয়েছে। তবে, RBI স্পষ্ট করে জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের জন্য নেওয়া এই পদক্ষেপ ব্যাঙ্কের গ্রাহকদের উপর কোনও প্রভাব ফেলবে না।
শেয়ার বাজারে প্রভাব পড়তে পারে
সোমবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের উপর RBI এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে । গত শুক্রবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের দাম সামান্য কমে ২,১৫৯.৬০ টাকায় বন্ধ হয়েছিল। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, সোমবার দাম অনেকটা নীচে নামতে পারে।
(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে অবশ্যই বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)