Advertisement

Sealdah Cancelled Trains List: সপ্তাহান্তে বাতিল বনগাঁ রুটের বহু লোকাল ট্রেন, ক্লিক করে দেখুন লিস্ট

শনি-রবিতে ৭ ঘণ্টার জন্য় দমদম জংশন স্টেশনে করা হচ্ছে ট্রাফিক ব্লক। এরফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে কয়েকটি লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল বনগাঁ রুটের বহু লোকালবাতিল বনগাঁ রুটের বহু লোকাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 6:06 PM IST
  • পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় খবর।
  • বিশেষ করে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জরুরি আপডেট দিল পূর্ব রেল।
  • শনি-রবিতে ৭ ঘণ্টার জন্য় দমদম জংশন স্টেশনে করা হচ্ছে ট্রাফিক ব্লক।

পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় খবর। বিশেষ করে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জরুরি আপডেট দিল পূর্ব রেল। শনি-রবিতে ৭ ঘণ্টার জন্য় দমদম জংশন স্টেশনে করা হচ্ছে ট্রাফিক ব্লক। এরফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে কয়েকটি লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি প্রভাব পড়ছে এক্সপ্রেস ট্রেনেও।

পূ্র্ব রেলের তরফে জানানো হয়েছে,শনিবার রাত ১০টা ৩০ থেকে রবিবার ভোর ৫টা ৩০ পর্যন্ত ট্রাক রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। এরফলে কোন কোন ট্রেনগুলি বাতিল করা হল, জেনে নেওয়া যাক।

নম্বর ট্রেন সময়
৩৩৪৩১ আপ শিয়ালদা-বারাসত লোকাল রবিবার ৮:৫৮ সকাল
৩৩৪৩২ ডাউন বারাসত-শিয়ালদা লোকাল রবিবার ৫.১৬ সকাল
৩৩৮১৩ আপ শিয়ালদা বনগাঁ লোকাল রবিবার ৪.০০ ভোর
৩৩৮১৮ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল রবিবার ৫.৪৮ ভোর
৩২২১১ আপ শিয়ালদা-ডানকুনি লোকাল রবিবার ৪.০৭ ভোর
৩২২১২ ডাউন ডানকুনি-শিয়ালদা লোকাল  রবিবার ০৫.০৩ ভোর

এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

নম্বর কী পরিবর্তন যাত্রা শুরুর সময়
৩৩৮১২ ডাউন বনগাঁ শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। রবিবার ০২.৫৮ ভোর
৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে রবিবার ৪.৫৫ ভোর
৩৩৫১২ ডাউন হাসনাবাদ-শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টমেন্ট স্টেশন পর্যন্ত যাবে।  রবিবার ৩.০৫ ভোর
৩৩৫১১ আপ শিয়ালদা-হাসনাবাদ লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে। রবিবার ৫.২০ ভোর


এছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। সেগুলিও দেখে নেওয়া যাক

 ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার-তিস্তা তোর্সা এক্সপ্রেস ৬ ডিসেম্বর দুপুর ১২টা বেজে ৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে ছাড়বে। 

১৩১৫৪ ডাউন মালদা টাউন শিয়ালদা এক্সপ্রেস মালদা টাউন থেকে রাত ৯টা বেজে ২৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা বেজে ১৫ মিনিটে ছাড়বে।

১৩১৬৪ ডাউন সহর্সা-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস শনিবার দুপুর ২টো বেজে ১৫ মিনিচের পরিবর্তে দুপুর ৩টে বেজে ৫৫ মিনিটে ছাড়বে।

১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে সন্ধ্যে ৬টার পরিবর্তে রাত ৭টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে।

Read more!
Advertisement
Advertisement