
যাত্রীদের জন্য দারুণ সুখবর শোনাল ভারতীয় রেল। এবার আরও আগে তৈরি হবে রিজার্ভেশন চার্ট। ট্রেন ছাড়ার কমপক্ষে ৯-১০ ঘণ্টা আগে এই চার্ট প্রকাশ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে বোর্ডের তরফে এই মর্মে এই নির্দেশকাও প্রকাশ করা হয়েছে।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের মধ্যে প্রায়ই রিজার্ভেশন চার্ট নিয়ে উদ্বেগ থাকে। তাঁদের সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার আরও আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে।
কখন রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে?
রেলের তরফে বলা হয়েছে,দিনের প্রথম দিকের ট্রেন অর্থাৎ ভোর ৫টা ১মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে, সেই ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি হবে আগের দিন রাত ৮টার সময়।
অন্যদিকে যে ট্রেনগুলি দুপুর থেকে রাতের মধ্যে ছাড়বে, অর্থাৎ দুপুর ২টো ১মিনিট থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির চার্ট প্রকাশ করা হবে কমপক্ষে ১০ ঘণ্টা আগে। মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছাড়া ট্রেনের ক্ষেত্রেও এই নিয়মই প্রযোজ্য হবে।
পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত এপ্রসঙ্গে জানান, "মানুষের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়টি চালু করার জন্য সিস্টেম আপগ্রেডেশনের কাজ শুরু করা হয়েছে। সেটি সম্পন্ন হলেই ১০ ঘণ্টা আগেই রিজার্ভেশন চার্ট তৈরি হবে।"
এতদিন কী নিয়ম ছিল?
এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরির নিয়ম ছিল। এর অর্থ একেবারে শেষ মুহূর্তে এসে RAC-তে থাকা যাত্রীরা বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা নিজেদের টিকিট সম্পর্কে কনফার্ম হতেন। অনেক সময় টিকিট কনফার্ম না হলেও দূর থেকে আসা যাত্রীরা চার্ট তৈরির আগেই স্টেশনে পৌঁছে যেত। কিন্তু পরে জানতে পারত যে তাদের টিকিট কনফার্ম হয়নি। এর ফলে তাঁদের সময় এবং অর্থের অপচয় হত।
রেলওয়ের কাছে দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, যে চার্ট তৈরিতে দেরি হওয়ার কারণে সঠিক ভ্রমণ পরিকল্পনা করা যাচ্ছে না। তাই এবার চার্ট তৈরির সময় আরও এগিয়ে দিল রেলওয়ে।