Royal Enfield Bullet 350 price: নয়ডার এক বেসরকারি সংস্থায় চাকরি করেন যোগেশ। বহুদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল নিজের একটি রয়্যাল এনফিল্ড বুলেট কেনার। কিন্তু বাজেটের কারণে বারবারই নিজের সেই স্বপ্ন পকেটে ভরতে বাধ্য হয়েছেন। আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির যুবক-যুবতীর মতোই শখের চেয়ে দায়িত্বকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে সাম্প্রতিক জিএসটি সংস্কারের জেরে অনেকেরই সেই পুরনো শখ মাথাচাড়া দিয়ে উঠেছে। ঠিক যেমনটা হয়েছে নয়ডার যোগেশেরও। উৎসবের মরসুমে শুভদিন দেখে বুক করে এসেছেন নিজের পছন্দের নতুন Royal Enfield Bullet 350।
GST ছাড়ে মোটা অঙ্কের সাশ্রয়
জিএসটি কাউন্সিল সম্প্রতি ৩৫০ সিসির কম ইঞ্জিন ক্ষমতার বাইকের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করেছে। এর ফলে বুলেট ৩৫০ র দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে এই বাইকেরই এক্স শোরুম দাম পড়ত প্রায় ১.৭৬ লক্ষ টাকা। সেখানে এখন তা নেমে এসেছে প্রায় ১.৬২ লক্ষ টাকায়। তার পাশাপাশি আরটিও, ইন্স্যুরেন্স ও অন্যান্য খরচ মিলিয়ে নয়ডায় অন-রোড পড়েছে ১.৯০ লক্ষ টাকার আশেপাশে। আগে এই একই বাইকের দাম অন রোড ২.১০ লক্ষ টাকা ছুঁয়ে ফেলত। অর্থাৎ, এখন আগের তুলনায় প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে। সাধারণ মধ্যবিত্তের কাছে এই ২০,০০০ টাকা নেহাত কম নয়।
যোগেশ বলছেন, 'আমার মতো সাধারণ পরিবারের একজন মানুষ জীবনে এক-দু’বারই বাইক কেনে। তাই আমি এমন কিছু চাইছিলাম যেটা কেবল যাতায়াতের জন্য নয়, বরং একটা আলাদা পার্সোনালিটিও তৈরি করবে।'
তিনিও বলেন, তাঁর বন্ধুরাও তাঁকে সাধারণ স্কুটার বা কমিউটার বাইক না কিনে বুলেট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ৭০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় রাস্তায় দাপট দেখানো রয়্যাল এনফিল্ডের এই বাইকই তাঁর কাছে এখন সাফল্যের প্রতীক হয়ে উঠেছে।
বুলেট ৩৫০ র ফিচার্স
যোগেশের কথায়, জিএসটি কমায় এবার শেষমেশ বাইকটি কিনেই ফেললেন। তিনি বলেন, 'বাইক অনেক রকমেরই আছে। কিন্তু বুলেটের একটা আলাদা ব্যাপার আছে। এর ফিলিংসটাই আলাদা।'