Advertisement

Rupashree Prakalpa Recruitment: রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করছে রাজ্য, ৪০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ, থাকল বিস্তারিত

রাজ্য সরকার রূপশ্রী প্রকল্প বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রার্থী নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার বাসিন্দাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পে কী কী পদে নিয়োগ করা হচ্ছে।

রূপশ্রী প্রকল্পের বিভিন্ন পদে কর্মী নিয়োগরূপশ্রী প্রকল্পের বিভিন্ন পদে কর্মী নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2021,
  • अपडेटेड 6:20 PM IST
  • রূপশ্রী প্রকল্পের বিভিন্ন পদে কর্মী নিয়োগ
  • বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার
  • যেকোন জেলার বাসিন্দাই এই পদের জন্য আবেদন করতে পারবেন

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। পরবর্তীতে দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া যায়। রাজ্য সরকার রূপশ্রী প্রকল্প বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রার্থী নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার বাসিন্দাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পে কী কী পদে নিয়োগ করা হচ্ছে।

West Bengal Rupashree Recruitment 2021

পদের নাম- অ্যাকাউন্টেট
শূন্যপদ- ৬
শিক্ষাগত যোগ্যতা- অনার্স সহ কমার্সে গ্র্যাজুয়েট। দক্ষতা থাকতে হবে কম্পউটারে MS Office, Spread Sheet, Tally এবং প্রেজেন্টেশন প্যাকেজে।
বেতন- ১৫,০০০টাকা/ প্রতি মাস

আরও পড়ুন

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ- ৩১
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক সঙ্গে  MS Office জানতে হবে। এছাড়া প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন- ১১,০০০টাকা/ প্রতি মাস

বয়সসীমা
উপরোক্ত পদগুলির জন্য ২০২১ সালের পয়লা জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

নিয়োগস্থল- মুর্শিদাবাদ জেলা

আবেদনের পদ্ধতি
প্রার্থীরা শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে পারবেন। আবেদন ফর্মটি পূরণ করে SDO অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে। যেতে না পারলে অডিনারি পোস্টও করতে পারেন।

যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে

  • বয়সের প্রমাণপত্র
  • রেসিডেন্স প্রুফ
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কিশট ও সার্টিফিকেট
  • কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  • ২টি পাসপোর্ট ছবি সই সহ
  • দুটি সেলফ অ্যাটেস্টেড এনভেলাপ, সঙ্গে পোস্টাল স্ট্যাম্প লাগানো

আবেদনের শেষ তারিখ
৬ ডিসেম্বর ২০২১ সালের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া
প্রথমে লিখিত পরীক্ষা হবে। পরবর্তীতে কম্পিউটার টেস্ট ও মৌখিকের (Viva Voca) মাধ্যমে যোগ্য  প্রার্থী নির্বাচন করা হবে। 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement