Advertisement

Salary Account Package: ২ কোটির বিমা, সস্তা ঋণ ও একগুচ্ছ সুবিধা, সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। সরকারি খাতের ব্যাঙ্কগুলির সহযোগিতায় কেন্দ্র সরকার চালু করল নতুন ‘বেতন অ্যাকাউন্ট প্যাকেজ’। এই একটিমাত্র অ্যাকাউন্টের মাধ্যমেই মিলবে একাধিক আধুনিক ব্যাঙ্কিং সুবিধা, সাশ্রয়ী ঋণ এবং কোটি টাকার বিমা সুরক্ষা।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর।
  • সরকারি খাতের ব্যাঙ্কগুলির সহযোগিতায় কেন্দ্র সরকার চালু করল নতুন ‘বেতন অ্যাকাউন্ট প্যাকেজ’।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। সরকারি খাতের ব্যাঙ্কগুলির সহযোগিতায় কেন্দ্র সরকার চালু করল নতুন ‘বেতন অ্যাকাউন্ট প্যাকেজ’। এই একটিমাত্র অ্যাকাউন্টের মাধ্যমেই মিলবে একাধিক আধুনিক ব্যাঙ্কিং সুবিধা, সাশ্রয়ী ঋণ এবং কোটি টাকার বিমা সুরক্ষা।

অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ (DFS) এই নতুন পরিষেবার সূচনা করেছে। মন্ত্রকের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ। এটি সরকারের ‘উন্নত ভারত ২০৪৭’ ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা নিশ্চিত করার জাতীয় লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাবে।
কী এই বেতন অ্যাকাউন্ট প্যাকেজ?

এই প্যাকেজের মূল লক্ষ্য হল, একটি অ্যাকাউন্টের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ব্যাঙ্কিং, বিমা ও ডিজিটাল পরিষেবার পূর্ণাঙ্গ সুবিধা দেওয়া। গ্রুপ A, B ও C, সব শ্রেণির কর্মচারীদের কথা মাথায় রেখেই ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করে এই প্যাকেজ তৈরি করা হয়েছে, যাতে সর্বাধিক কভারেজ ও সমান সুবিধা নিশ্চিত হয়।

ব্যাঙ্কিং সুবিধা
জিরো ব্যালেন্স বেতন অ্যাকাউন্ট, উন্নত ফিচারসহ
বিনামূল্যে RTGS, NEFT ও UPI লেনদেন এবং চেক সুবিধা
গৃহঋণ, শিক্ষা ঋণ, গাড়ি ও ব্যক্তিগত ঋণে কম সুদের হার
ঋণের প্রক্রিয়াকরণ ফি মকুব
লকার ভাড়ায় বিশেষ ছাড়
পারিবারিক ব্যাঙ্কিং সুবিধা
বিমা কভারেজে বড় সুবিধা
১.৫০ কোটি টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা
২ কোটি টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনা বিমা
স্থায়ী পূর্ণ বা আংশিক অক্ষমতার ক্ষেত্রে ১.৫০ কোটি টাকা পর্যন্ত সুরক্ষা
টার্ম লাইফ ইন্স্যুরেন্স: ২০ লক্ষ টাকা পর্যন্ত, কম প্রিমিয়ামে অতিরিক্ত টপ-আপের সুযোগ
স্বাস্থ্য বিমা: কর্মচারী ও পরিবারের জন্য বিস্তৃত কভারেজ, বেস প্ল্যানের সঙ্গে টপ-আপ সুবিধা
ডিজিটাল ও কার্ড সুবিধা
উন্নত সুবিধাসহ ডেবিট ও ক্রেডিট কার্ড
বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, রিওয়ার্ড ও ক্যাশব্যাক অফার
সীমাহীন লেনদেন এবং শূন্য রক্ষণাবেক্ষণ ফি


এই বেতন অ্যাকাউন্ট প্যাকেজের বিস্তারিত তথ্য আর্থিক পরিষেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, https://financialservices.gov.in

উল্লেখ্য, এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। রাজ্য সরকারি কর্মচারী বা বেসরকারি খাতের কর্মীরা এই প্যাকেজের আওতাভুক্ত নন।

Advertisement

সব মিলিয়ে, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সুবিধা বাড়াতে এটি নিঃসন্দেহে একটি বড় এবং সময়োপযোগী পদক্ষেপ।

 

Read more!
Advertisement
Advertisement