ফি স্টাকচার এবং চার্জে পরিবর্তন আনল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার SBI Card। নভেম্বর ১ থেকেই গোটা দেশে লাগু হবে এই পরিবর্তিত ফি। যদিও সব ক্ষেত্রে নয়, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বাড়তি গ্যাঁটের কড়ি খরচ করতে হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে মূলত শিক্ষা সংক্রান্ত করা পেমেন্টে এবং ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রেই ফি দিতে হবে।
তাই আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক SBI ঠিক কোন কোন ক্ষেত্রে চার্জ বাড়াল।
থার্ড পার্টির মাধ্যমে এডুকেশন পেমেন্টে গুনতে হবে বাড়তি চার্জ
এখন থেকে আর এসবিআই কার্ডের মাধ্য়মে থার্ড পার্টি অ্যাপ থেকে পেমেন্ট করবেন না। কারণ, এসবিআই কার্ড ব্যবহার করে CRED, Cheq বা MobiKwik-এর মাধ্যমে এডুকেশনাল পেমেন্ট করলে ১ শতাংশ ফি দিতে হবে। অর্থাৎ সোজা ভাষায় ১০০০ টাকা পেমেন্ট করলে ফি হিসাবে দিতে হবে ১০ টাকা।
SBI Card সূত্রে খবর, মার্চেন্ট ক্যাটাগোরি কোডস 8211, 8220, 8241, 8244, 8249 এবং 8299-এর অধীনস্ত থার্ডপার্টি মার্চেন্টের কাছে পেমেন্ট করলেই এই ফি দিতে হবে।
যদিও আপনি যদি SBI কার্ড ব্যবহার করে সরাসরি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করেন, তাহলে এই ফি দিতে হবে না। এক্ষেত্রে মিলবে ছাড় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ওয়ালেট ডিপোজিটেও দিতে হবে চার্জ
SBI কার্ড ব্যবহার করে ওয়ালেট ডিপোজিট করার দিন এ বার শেষ। কারণ, ১ নভেম্বর থেকে এক্ষেত্রেও আপনাকে ১ শতাংশের বেশি চার্জ দিতে হবে।
SBI এর অন্যান্য চার্জ
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আরও কিছু ক্ষেত্রে চার্জ নেয়। প্রতিটি গ্রাহকের সেগুলি জেনে রাখা দরকার। যেমন ধরুন-
১. ক্যাশ পেমেন্ট চার্জ হিসাবে ২৫০ টাকা চার্জ করে SBI কার্ড।
২. পেমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পর ২ পারসেন্ট অ্যাপ্রুভাল চার্জ কাটে SBI, ন্যূনতম ৫০০ টাকা কাটা হয়।
৩. চেক সেটেলমেন্ট ফি হিসাবে কাটা হয় ২০০ টাকা
৪. ডোমেস্টিক এটিএম ট্রান্স্যাকশনে উপর ২.৫ শতাংশ ফি নেওয়া হয়। এক্ষেত্রেও ন্যূনতম ফি ৫০০ টাকা।
৫. কার্ড বদলের জন্য ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হয়। এছাড়া কার্ডে অ্যানুয়াল মেন্টেনেন্স চার্জ হল ১৫০০ টাকা।
তবে এই চার্জগুলি নতুন কিছু নয়। বহুদিন ধরেই রয়েছে। যদিও অনেকেই এগুলি সম্পর্কে খবর রাখেন না। যার ফলে তাঁদের বাড়তি খরচ গুনতে হয়। সুতরাং এই বিষয়গুলির দিকে অবশ্যই নজর রাখুন।