Advertisement

FD-তে কত দিনে কত সুদ দিচ্ছে SBI? জেনে নিন UPDATE

অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করতে চান না। বরং তাঁদের কাছে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটই সেরা অপশন। আর সব ব্যাঙ্কের মধ্যে তাঁরা SBI-তে টার্ম ডিপোজিট করতেই বেশি পছন্দ করেন। তাঁদের মতে, SBI একটা সরকারি ব্যাঙ্ক। এখানে ফিক্সড ডিপোজিট করলে রিটার্ন মিলবেই। টাকা চোট যাওয়ার কোনও আশঙ্কাই নেই। তাই তাঁরা SBI তে ফিক্সড ডিপোজিট করতে চান।

SBI ফিক্সড ডিপোজিটSBI ফিক্সড ডিপোজিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 6:11 PM IST
  • অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করতে চান না
  • তাঁদের কাছে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটই সেরা অপশন
  • SBI একটা সরকারি ব্যাঙ্ক

অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করতে চান না। বরং তাঁদের কাছে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটই সেরা অপশন। আর সব ব্যাঙ্কের মধ্যে তাঁরা SBI-তে টার্ম ডিপোজিট করতেই বেশি পছন্দ করেন। তাঁদের মতে, SBI একটা সরকারি ব্যাঙ্ক। এখানে ফিক্সড ডিপোজিট করলে রিটার্ন মিলবেই। টাকা চোট যাওয়ার কোনও আশঙ্কাই নেই। তাই তাঁরা SBI তে ফিক্সড ডিপোজিট করতে চান।

এখন প্রশ্ন হল, SBI-এর ফিক্সড ডিপোজিটে ঠিক কত সুদ পাওয়া যায়? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে।

SBI ফিক্সড ডিপোজিটে সুদ কত?

এক্ষেত্রে ১৫ ডিসেম্বর থেকে নতুন সুদ ঘোষণা করেছে SBI ব্যাঙ্ক। আসুন সেই ইন্টারেস্ট রেট সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক-

  • ৭ থেকে ৪৫ দিনের জন্য FD করলে পাবেন ৩.০৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫৫ শতাংশ সুদ।
  • ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে মিলবে ৪.৯০ শতাংশ সুদ। আর সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.৪০ শতাংশ হারে সুদ।
  • ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত সুদ পাবেন ৫.৬৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.১৫ শতাংশ হারে সুদ।
  • ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত ৫.৯০ শতাংশ হারে সুদ পাবেন। পাশাপাশি ৬.৪০ শতাংশ হারে মিলবে সিনিয়র সিটিজেনের ইন্টারেস্ট।
  • ১ থেকে ২ বছরের ৬.২৫ শতাংশ সুদ পাবেন। পাশাপাশি ৬.৭৫ শতাংশ সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।
  • ২ থেকে ৩ বছরে এফডি-এর সুদ হল ৬.৪০ শতাংশ। আর সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯০ শতাংশ সুদ।
  • ৩ থেকে ৫ বছরে মিলবে ৬.৩০ শতাংশ সুদ। এছাড়া ৬.৮০ শতাংশ সুদ রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য
  • মাথায় রাখবেন, এই সুদের হার প্রযোজ্য ৩ কোটির নীচে থাকা ডিপোজিটের ক্ষেত্রে। এর বেশি টাকা ফিক্সড করলে সুদের হার বদলে যাবে।

কী কী লাভ?

শেয়ারমার্কেটের অবস্থা খুব একটা ভাল নয়। তাই অনেকেই সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চাইছেন। আর সেক্ষেত্রে SBI ফিক্সড ডিপোজিট আপনার জন্য ভাল অপশন হতে পারে। তাতে ঠিক ঠাক রিটার্ন পাবেন।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement