Advertisement

SBI গ্রাহকদের জন্য সুখবর, এই FD-তে আরও সুদ দেবে ব্যাঙ্ক

SBI FB interest rates 2022 : দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শনিবার একটি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) আরও সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বছরের বেশি এবং দুই বছরের কম সময়ের FD-এর সুদের হার বাড়িয়েছে SBI। ব্যাঙ্ক এই সময়ের জন্য FD-এর সুদের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.১ শতাংশ করেছে।

এসবিআই
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Jan 2022,
  • अपडेटेड 8:47 PM IST
  • SBI গ্রাহকদের জন্য সুখবর
  • এখন এই FD-তে আরও সুদ দেবে ব্যাঙ্ক
  • জানুন বিস্তারিত তথ্য

দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শনিবার একটি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) আরও সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বছরের বেশি এবং দুই বছরের কম সময়ের FD-এর সুদের হার বাড়িয়েছে SBI। ব্যাঙ্ক এই সময়ের জন্য FD-এর সুদের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.১ শতাংশ করেছে। এভাবে এ সময়ের জন্য ব্যাঙ্কের সুদের হার ০.১০ শতাংশ বাড়িয়েছে। একইভাবে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৫ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৬০ শতাংশ হয়েছে। শনিবার থেকে নতুন হার কার্যকর হয়েছে। এই সুদের হার ২ কোটি টাকার কম FD-এর জন্য।

অন্যান্য মেয়াদের এফডিতে হার 
SBI অন্যান্য মেয়াদের স্থায়ী আমানতের সুদের হারে কোনো পরিবর্তন করেনি। SBI ৫ থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতে ৫.৪০ শতাংশ হারে সর্বোচ্চ সুদের হার দেয়। এই সময়ের জন্য, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য  ৬.২০ শতাংশ হারে সুদ প্রদান করে।

এই মেয়াদের FD রেট দেখে নিন
স্টেট ব্যাঙ্ক দুই বছরের বেশি এবং তিন বছরের কম সময়ের FD-এ ৫.১০ শতাংশ সুদের হার দেয়। ব্যাঙ্ক তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে FD-এ ৫.৩০ শতাংশ হারে সুদ দেয়।

আপনি এইভাবে ঘরে বসে FD করতে পারেন (How to do FD in SBI Online)
১. SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে লগইন করুন৷
২ হোম পেজে 'ডিপোজিট স্কিম' বিকল্পে যান এবং 'টার্ম ডিপোজিট'-এ ক্লিক করুন।
৩ এর পরে 'ই-ফিক্সড ডিপোজিট' বিকল্পে ক্লিক করুন।
৪ আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে ড্রপ ডাউন তালিকা থেকে নির্বাচন করুন যে অ্যাকাউন্ট থেকে অর্থ FD করা হবে।
৫ FD প্রধান মূল্য নির্বাচন করুন এবং 'অ্যামাউন্ট' কলামে পরিমাণ লিখুন।
৬ যদি আপনার বয়স ৬০ বছরের বেশি হয়, তাহলে 'সিনিয়র সিটিজেনস' ট্যাবে টিক দিন।
৭ সুদ কখন দিতে হবে সেই অপশনটিতে ক্লিক করুন
৮  সেখানে অপশনে যে সব শর্তাবলী আসবে ভালো করে পড়ে সেটায় টিক দিন।
৯ FD খুলতে সাবমিট অপশনে ক্লিক করুন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement