Advertisement

SBI-র দুর্দান্ত FD স্কিম, ব্যাপক সুদ, ধামাকা রিটার্ন প্রায় দেড় বছরেই

এমন অনেকেই রয়েছেন, যারা চান তাঁদের টাকার বিষয়ে ১০০ শতাংশ সুরক্ষা। এমন ক্ষেত্রে সেরা অপশন হতে পারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ। খোদ SBI-এরই এমন একটি FD স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে কোনও ব্যক্তি ৭ শতাংশের বেশি রিটার্ন পেতে পারেন।

এসবিআই এফডি স্কিমএসবিআই এফডি স্কিম
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 12:20 PM IST
  • কোন স্কিমে স্বল্পমেয়াদেও মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
  • এই স্কিমটিতে মাত্র ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করতে হয়।
  • কারা ৭ শতাংশ হারে সুদ পাবেন?

আজকের দিনে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড সহ বিনিয়োগের একাধিক অপশন খোলা। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যারা চান তাঁদের টাকার বিষয়ে ১০০ শতাংশ সুরক্ষা। এমন ক্ষেত্রে সেরা অপশন হতে পারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ। খোদ SBI-এরই এমন একটি FD স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে কোনও ব্যক্তি ৭ শতাংশের বেশি রিটার্ন পেতে পারেন।

আসলে সারা দেশে বিপুল সংখ্যক মানুষ এসবিআই-এর এফডি'তে বিনিয়োগ করেন। কিন্তু অনেকেই জানেন না, কোন স্কিমে স্বল্পমেয়াদেও মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। নীচে স্কিমটির বিষয়ে জেনে নেওয়া যাক।

SBI অমৃত বৃষ্টি স্কিম

এই স্কিমটিতে মাত্র ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করতে হয়। যে কোনও ব্যক্তি এই FD-তে নিজের সঞ্চয় রেখে ৬.৬০ শতাংশ হারে সুদ পেতে পারেন। যা কিনা SBI-এর সাধারণ যে কোনও এফডি স্কিমের চেয়ে অনেক বেশি রিটার্ন। ১৫ জুন থেকে এই স্কিমে বর্তমানে ৬.৬০ শতাংশ হারে রিটার্ন পাওয়া যাচ্ছে। যা আগে ছিল ৬.৮৫ শতাংশ।

কারা ৭ শতাংশ হারে সুদ পাবেন?

এই এফডি'তে বিনিয়োগ করা প্রবীণদের জন্য দারুণ লাভজনক হতে পারে। কারণ প্রবীণ ব্যক্তিরা এই স্কিমে ৭.১০ শতাংশ রিটার্ন পাবেন। অন্যদিকে, সুপার সিনিয়র সিটিজেনরা এই FD থেকে সর্বোচ্চ ৭.২০ শতাংশ রিটার্ন পেতে পারেন।

বিশেষ সুবিধা:

এই স্কিমের বিশেষ সুবিধা হল, SBI-এর শাখা ছাড়াও ইন্টারনেট ব্যাংকিং, YONO অ্যাপের মাধ্যমে FD-তে বিনিয়োগ করা যেতে পারে। একটি সেভিংস অ্যাকাউন্ট, KYC ডকুমেন্ট থাকলেই যে কোনও ব্যক্তি এই  স্কিমে টাকা রাখতে পারবেন। এছাড়াও, সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে এই স্কিমে যতখুশি পর্যন্ত অর্থ এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব।
 

Read more!
Advertisement
Advertisement