Advertisement

রবিবার বন্ধ YONO, UPI আর IMPS, বিকল্প কী? জানাল SBI

SBI-র একাধিক পরিষেবা বন্ধ থাকবে আগামিকাল। অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI YONO, UPI পরিষেবাগুলি বন্ধ রাখা হবে। ফলে ব্যাহত হবে পরিষেবা। 

SBI পরিষেবা বন্ধ থাকবেSBI পরিষেবা বন্ধ থাকবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 7:21 PM IST

SBI-র একাধিক পরিষেবা বন্ধ থাকবে আগামিকাল। অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI YONO, UPI পরিষেবাগুলি বন্ধ রাখা হবে। ফলে ব্যাহত হবে পরিষেবা। 

SBI কোন কোন পরিষেবা ব্যাহত হবে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার UPI, IMPS, YONO, YONO বিজনেস, ইন্টারনেট ব্যাঙ্কিং, NEFT এবং RTGS পরিষেবা বন্ধ থাকবে।

SBI কতক্ষণের জন্য UPI, YONO পরিষেবা বন্ধ রাখবে?
৭ সেপ্টেম্বর মধ্যরাতে এক ঘণ্টার জন্য পরিষেবা ব্যাহত হবে।  ৭ তারিখ রাত ১টা ২০ মিনিট থেকে ২টো ২০ মিনিট পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এরপর পুনরায় চালু হবে।

SBI কী কারণে UPI, IMPS, YONO পরিষেবা বন্ধ রাখছে?
রক্ষণাবেক্ষণের কারণে এই পরিষেবাগুলি বন্ধ থাকবে। 

বিকল্প পেমেন্ট অপশন এগুলি
বিকল্প হিসেবে গ্রাহকদের এটিএম পরিষেবা ব্যবহার করতে বলা হয়েছে। এটিএম ব্যবহার করে টাকা তোলা যাবে। এটিএম-এ গিয়ে টাকা তোলা, টাকা জমা দেওয়া, পিন পরিবর্তন, ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্টের মতো একাধিক পরিষেবা পাবেন। এছাড়া ইউপিআই লাইট পরিষেবাগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছে SBI। 

Read more!
Advertisement
Advertisement