Advertisement

দমদমে প্রায় ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক, বনগাঁ-হাসনাবাদ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

বনগাঁ শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন। দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লকের কারণে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি রুট সংক্ষিপ্ত করা হচ্ছে আরও কয়েকটি লোকালের।

দমদম জংশনে প্রায় ৭ ঘণ্টা ট্রাফিক ব্লকদমদম জংশনে প্রায় ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 6:52 PM IST
  • বনগাঁ শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।
  • দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লকের কারণে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।
  • পাশাপাশি রুট সংক্ষিপ্ত করা হচ্ছে আরও কয়েকটি লোকালের।

বনগাঁ শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন। দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লকের কারণে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি রুট সংক্ষিপ্ত করা হচ্ছে আরও কয়েকটি লোকালের। তবে শুধুমাত্র বনগাঁ শাখা নয়, প্রভাব পড়তে চলেছে হাসনাবাদ শাখার লোকাল ট্রেন চলাচলের উপরেও। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পয়েন্ট নং ২০৬এ/২০৮বি-এর রূপান্তরের জন্য, দমদম জংশন স্টেশন লিমিটে ডাউন মেইন লাইনে ১০ জানুয়ারি (শনিবার) রাত ১১টা ১৫ মিনিট থেকে  ১১ জানুয়ারি (রবিবার) সকাল ০৬ টা পর্যন্ত মোট ৬ ঘন্টা ৪৫ মিনিটের ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে। এরফলে কোন কোন ট্রেন টলাচলে প্রভাব পড়ল, দেখে নেওয়া যাক।

কোন কোন ট্রেন বাতিল?

ট্রেন ছাড়ার সময় ট্রেনের নাম
৮:১৫ শিয়ালদা-বারাসত লোকাল
৫:১৬ শিয়ালদা-বনগাঁ লোকাল
৪:১৫  শিয়ালদা-বনগাঁ লোকাল
৫:৪০ বনগাঁ-শিয়ালদা লোকাল
৪:০৭ শিয়ালদা-ডানকুনি লোকাল
৫:০০ ডানকুনি-শিয়ালদা লোকাল

এছাড়াও, বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে। সেই ট্রেনগুলি কী, কী? 

(১) ট্রেন নম্বর ৩৩৮১২ ভোর রাত ২:৫৮ এর ডাউন বনগাঁ- শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। 

(২) ট্রেন নম্বর ৩৩৮১৫ ভোর ৪টে ৫৫ মিনিটের আপ শিয়ালদা- বনগাঁ লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। 

(৩) ট্রেন নম্বর ৩৩৫১২ ভোর ৩:০৩ -এর হাসনাবাদ-শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। 

(৪) ট্রেন নম্বর  ৩৩৫১১ ভোর ৫:১৮-এর আপ শিয়ালদা- হাসনাবাদ লোকাল শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্লক চলাকালীন ট্রেন পরিষেবা বিলম্ব হতে পারে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের দিকে নজর রাখতে বলা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement