Advertisement

Sealdah Subway: শিয়ালদায় এবার নয়া সাবওয়ে, ভিড় ঠেলার দিন শেষ; কী সুবিধা জানুন

শিয়ালদা স্টেশনে বাস, অটো থেকে নেমে ভিড় ঠেলার ঝক্কি শেষ। নয়া সাবওয়ে তৈরি করছে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে চালু হবে নতুন একটি সাবওয়ে। সাবওয়েটি শিয়ালদা কোর্ট, বি. আর. সিং হাসপাতাল চত্বর এবং মেট্রো রেলওয়েকে শিয়ালদা স্টেশনকে সংযুক্ত করবে। এতে যেমন দুর্ঘটনা এড়ানো যাবে, তেমনই ভিড়ের চাপও কমবে। এই সাবওয়ে হলে যাত্রীরা কম সময়ে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলওয়ে পর্যন্ত পৌঁছতে পারবেন। 

শিয়ালদা স্টেশনশিয়ালদা স্টেশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 11:09 AM IST

শিয়ালদা স্টেশনে বাস, অটো থেকে নেমে ভিড় ঠেলার ঝক্কি শেষ। নয়া সাবওয়ে তৈরি করছে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে চালু হবে নতুন একটি সাবওয়ে। সাবওয়েটি শিয়ালদা কোর্ট, বি. আর. সিং হাসপাতাল চত্বর এবং মেট্রো রেলওয়েকে শিয়ালদা স্টেশনকে সংযুক্ত করবে। এতে যেমন দুর্ঘটনা এড়ানো যাবে, তেমনই ভিড়ের চাপও কমবে। এই সাবওয়ে হলে যাত্রীরা কম সময়ে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলওয়ে পর্যন্ত পৌঁছতে পারবেন। 

নয়া এই সাবওয়েতে কী কী সুবিধা ব্যবস্থা থাকছে? 
নয়া এই সাবওয়েতে ঢোকা এবং বেরোনোর জন্য র‌্যাম্প থাকবে। যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে তৈরি করা হবে। সাবওয়েতে উন্নত বায়ু চলাচল ব্যবস্থা রাখা হচ্ছে। ফলে বাতাসে দূষণ থাকবে না। থাকবে পথনির্দেশক ব্যবস্থা। যাতে সহজে মেট্রো স্টেশন, রেল সিটেশন চত্বরে পৌঁছনো যায়।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর সাবওয়ের কাজ কতটা এগিয়েছে তা জানান। বলেন, যে কাজগুলো বাকি আছে তা শীঘ্রই শেষ হবে। এই সাবওয়ে চালু হলে শিয়ালদা থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন করিডরকে সংযুক্ত করবে। যা হাওড়া ও শিয়ালদাকে সংযুক্ত করে। ফলে যাতায়াত আরও সহজ ও মসৃণ হবে।

বহু বছর আগে শিয়ালদা স্টেশন থেকে কোলে মার্কেট যাওয়ার একটি সাবওয়ে ছিল। সেটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। পরে একাংশ ভেঙে মেট্রো স্টেশন তৈরি করা হয়।

Read more!
Advertisement
Advertisement