
এখন অনেকেই নিয়মিত সোনা কেনেন। আরও নির্দিষ্ট করে বললে কেনেন ডিজিটাল গোল্ড। মাত্র ১০ থেকে ২০ টাকা প্রতিদিন খরচা করেও এই ধরনের গোল্ড কেনা যায়। তবে এই ধরনের সোনা নিয়ে সাবধান করছে সেবি। তারা একাধিক নির্দেশিকা জারি করেছে ই-গোল্ড নিয়ে। তাই ই-সোনা কেনার আগে সাবধান হন।
১০ টাকারও সোনা কেনা সম্ভব
সোনা কেনা ভারতীয় সংস্কৃতির অংশ। যুগের পর যুগ ধরে ভারতীয়রা সোনা কিনে চলেছেন। সাধারণত আমাদের দেশের মানুষ ফিজিক্যাল গোল্ড বা দোকান থেকে সোনা কিনতেই বেশি পছন্দ করেন। তবে দোকান থেকে সোনা কেনার একাধিক ঝক্কি রয়েছে। এক্ষেত্রে মেকিং চার্জ দিতে হয়। পাশাপাশি আলাদা করে জিএসটি-দেওয়ারও প্রয়োজন পড়ে।
তাই গত কয়েক বছরে এই ট্রেন্ড কিছুটা বদলে গিয়েছে। এখন অনেকে ডিজিটাল গোল্ড বা ই গোল্ড কিনছেন। তাতে খুব কম টাকায় সোনা কেনা যায়। এমনকী ১০-২০ টাকার সোনাও কেনা সম্ভব। আর এই টাকায় আপনি ২৪ ক্যারেট সোনা কিনে নিতে পারবেন। যার ফলে বাড়ি বসেই আপনি ইউপিআই-এর মাধ্যমে সোনা কিনে নিতে পারবেন। তাই প্রচুর মানুষ ডিজিটাল গোল্ডে করছেন ইনভেস্ট। প্রয়োজনে সেটা বেচেও দিচ্ছেন।
কোথায় কেনা যায়?
এখন একাধিক প্ল্যাটফর্ম থেকে সোনা কেনা যায়। এক্ষেত্রে পেটিএম, ফোনপে এবং অন্যান্য জায়গা থেকে ডিজিটাল গোল্ড কিনে ফেলতে পারেন। এই সব প্ল্যাটফর্মে আপনি ২৪ ক্যারেট সোনা কিনতে পারবেন। আপনাকে কোথাও যেতে হবে না। পাশাপাশি আপনি চাইলে এটা যে কোনও সময় বেচে দিতে পারেন। তখনই পেয়ে যাবেন টাকা। ফিজিক্যাল গোল্ডের মতো আপনাকে সেটা নিয়ে দৌড়াতে হবে না কোনও দোকানে।
তবে এই সব গোল্ড কেনার কিছু ঝুঁকির দিক রয়েছে
প্রথম রিস্ক- সেবি জানিয়েছে এই ধরনের গোল্ড কেনার পর যদি জালিয়াতি হয়, তাহলে অভিযোগ জানানো সম্ভব নয়। কারণ, ডিজিটাল গোল্ডকে সেবি নিয়ন্ত্রণ করে না। কিন্তু মিউচুয়াল ফান্ড বা বন্ডের ক্ষেত্রে সুরক্ষা মিলবে। তাই এই বিষয়টা সবার প্রথমে মাথায় রাখুন।
দ্বিতীয় রিস্ক- সেবি জানিয়ে রেখেছে, এই ই-গোল্ড যেই সব সংস্থারা বেচে, তারা যদি কোনও সময় নিজেদের পরিষেবা বন্ধ করে পালিয়ে যায়, সেক্ষেত্রে কিছুই করার থাকবে না। আপনার সোনা উবে যেতে পারে।
তৃতীয় সমস্যা- সেবি এই ধরনের গোল্ডকে রেগুলেট করে না। এর কোনও নিয়ন্ত্রণও নেই সেবির হাতে। এক্ষেত্রে কতদিনের হোল্ডিং লিমিট রয়েছে, সেটা প্ল্যাটফর্মের উপরই নির্ভর করে। তাই সাবধান হন। ভেবেচিন্তে করুন ইনভেস্টমেন্ট।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।