Advertisement

Fixed Deposit এ ৮% এরও বেশি সুদ! Rate Update করল এই ব্যাঙ্কগুলি

সুরক্ষিত বিনিয়োগ। এটুকু ভাবলেই ফিক্সড ডিপোজিটই মাথায় আসে। স্থির সুদ, ঝুঁকিও কম, এই দুই কারণেই আমজনতার কাছে এফডি আজও সেরা বিনিয়োগ অপশন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সুদের হার বদলেছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। তবে বড় ব্যাঙ্কগুলিতে FD Rate প্রায় অপরিবর্তিতই আছে

ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 1:29 PM IST
  • সুরক্ষিত বিনিয়োগ। এটুকু ভাবলেই ফিক্সড ডিপোজিটই মাথায় আসে।
  • স্থির সুদ, ঝুঁকিও কম, এই দুই কারণেই আমজনতার কাছে এফডি আজও সেরা বিনিয়োগ অপশন।
  • ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সুদের হার বদলেছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক।

সুরক্ষিত বিনিয়োগ। এটুকু ভাবলেই ফিক্সড ডিপোজিটই মাথায় আসে। স্থির সুদ, ঝুঁকিও কম, এই দুই কারণেই আমজনতার কাছে এফডি আজও সেরা বিনিয়োগ অপশন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সুদের হার বদলেছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। তবে বড় ব্যাঙ্কগুলিতে FD Rate প্রায় অপরিবর্তিতই আছে। তবে ছোট ও প্রাইভেট ব্যাঙ্কগুলিতেই এখন সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে। বিশেষত সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার বেশ আকর্ষণীয়। 

পয়সাবাজার ডট কম-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিই সিনিয়র সিটিজেন এফডি-র ক্ষেত্রে শীর্ষে। নির্দিষ্ট মেয়াদে এই ব্যাঙ্কগুলিতে সুদের হার পৌঁছেছে ৭.৭৫ শতাংশ থেকে ৮.১০ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৪৪৪ দিনের ডিপোজ়িটে সর্বোচ্চ ৮.১০ শতাংশ সুদ দিচ্ছে। জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদয় ও উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ হার ৮ শতাংশ। ইকুইটাস ও শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কেও ৭.৮০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। নিয়মিত আয় খোঁজা অবসরপ্রাপ্তদের কাছে এই হার নিঃসন্দেহে আকর্ষণীয়, যদিও দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে ব্যাঙ্কের আর্থিক স্থিতি বিচার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতেও তুলনামূলক স্থিতিশীলতার সঙ্গে ভালো রিটার্নের সুযোগ রয়েছে। ইয়েস ব্যাঙ্ক তিন থেকে পাঁচ বছরের কম মেয়াদে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। বন্ধন ব্যাঙ্ক ও আরবিএল ব্যাঙ্কে হার ৭.৭০ শতাংশ পর্যন্ত। আইসিআইসিআই, কোটাক মাহিন্দ্রা ও অ্যাক্সিস ব্যাঙ্কে নির্দিষ্ট মেয়াদে সুদ ৭.১০ থেকে ৭.৩৫ শতাংশের মধ্যে। কিছু ব্যাঙ্ক আবার ৮০ বছরের বেশি বয়সিদের জন্য অতিরিক্ত সুদের সুবিধাও দিচ্ছে।

আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সুদের হার তুলনায় কম হলেও নিরাপত্তার দিকটি অনেকেই গুরুত্ব দেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ সুদ ৭.১০ থেকে ৭.২০ শতাংশের মধ্যে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে নির্দিষ্ট স্কিমে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। এসবিআই-এর ‘অমৃত বৃষ্টি’ প্রকল্পে ৪৪৪ দিনের জন্য সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৭.১০ শতাংশ সুদ।

বিদেশি ব্যাঙ্কগুলিতে এফডি সুদ এখনও তুলনামূলক কম। ডয়চে ব্যাঙ্কে সর্বোচ্চ ৭ শতাংশ, স্ট্যান্ডার্ড চার্টার্ডে ৭.১০ শতাংশ এবং এইচএসবিসি-তে প্রায় ৬ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে হার। ফলে সুদ ও নিরাপত্তার ভারসাম্য বিচার করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াই এখন সিনিয়র সিটিজেনদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement