
ভারতীয় শেয়ারবাজারকে একটা বিরাট খাজানা বললেও ভুল হবে না। এখানে এমন কিছু স্টক রয়েছে, যেগুলির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। যার ফলে ২-৩ বছরে কোটিপতি হয়ে গিয়েছেন অনেকে। আর আজ এমন একটা স্টক সম্পর্কেই জানাব। এই স্টকের দাম ১৫ জানুয়ারি ২০২১ সালে ছিল ১৫৬ টাকা। আর সেটাই এখন পৌঁছে গিয়েছে ২২০০ টাকায়। অর্থাৎ এর দাম বৃদ্ধি পেয়েছে ১৩০০ শতাংশ। ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন, কথা হচ্ছে Shaily Engineering Plastics Share-এর শেয়ারের বিষয়ে।
যদিও গত মাসেই এর দাম পড়েছে ৮.৬০ শতাংশ। এক সপ্তাহে নেমেছে ৩.৫৭ শতাংশ। তবে শুক্রবারই ঘুরে দাঁড়িয়েছে এই স্টক। দাম বেড়েছে ১.১৩ শতাংশ। এখন এর দাম রয়েছে ২১৫৬.৮০ টাকায়।
মাথায় রাখতে হবে, এই সংস্থার মার্কেট ক্যাপ হল ৯৮৮৮.৫৭ কোটি টাকা। এই মাল্টিব্যাগার স্টকের দাম ২ বছরে বেড়েছে ৫৭৫ শতাংশ এবং তিন বছরে ৬০৫ শতাংশ।
এই তো গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখই এই স্টক ৫২ সপ্তাহ হাইতে ছিল। তারপর থেকে কিছুটা কিছুটা দাম পড়েছে স্টকটির। বিশেষজ্ঞরা মনে করছেন, স্টকটি এখন রয়েছে কারেকশন মোডে।
টেকনিক্যাল লেভেল কী বলছে?
টেকনিক্যাল অ্যানালিসিসে দেখা যাচ্ছে, শেলি ইঞ্জিনিয়ারিংয়ের RSI হল ২৯.৫। যার সহজ অর্থ হল, স্টকটি এখন ওভার সোল্ড জোনে রয়েছে। শেলি ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার 10 Day, 20 Day, 30 Day, 50 Day এবং 100 Day মুভিং এভারেজেরও নীচে রয়েছে। কিন্তু 150 Day এবং 200 Day Moving Avarage-এর উপরে রয়েছে।
টার্গেট ৪০০০
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্চ কোয়ার্টারের পর এই স্টকের দাম বাড়তে পারে। কারণ এই সংস্থার উপর লোনের বোঝা কম। ডেবট টু ইক্যুয়েটি রেশিও মাত্র ০.৩৮। আর এই রেশিও ১-এর কম থাকলে সংস্থার অবস্থা ভাল রয়েছে বলেই ধরা হয়। তাই গ্লোবাল ব্রোকারেজ ফার্ম UBS এর টার্গেট দিয়েছে ৪০০০ টাকা।
UBS মনে করছে শেলির স্টকের দাম বাড়বে। সেই কারণে বাই রেটিং দিয়েছে তাঁরা। এছাড়া ব্রোকারেজ ফার্মের পক্ষ থেকে জানান হয়েছে, জিএলপি ১ থেরাপি ফিক্সড ডোজে এবং অটো ইঞ্জেক্টর পেনের পেটেন্ট নিয়েছে শেলি। আর সেই কারণে বাড়তে পারে শেয়ারের দাম।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।