
হাওড়া ও শিয়ালদা ডিভিশনের এক্সপ্রেস ট্রেন নিয়ে সুখবর শোনাল পূর্বরেল। এক ডজন ট্রেন পেল নয়া স্টপেজ। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। হাওড়া থেকে ছাড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনের নাম রয়েছে এই তালিকায়।
কোন কোন ট্রেন কোন কোন স্টেশনে নতুন স্টপেজ পেল দেখে নেওয়া যাক। পাশাপাশি ট্রেনগুলি নতুন স্টপেজে কখন দাঁড়াবে, তাও উল্লেখ করা হল।
| ট্রেনের নং ও নাম | স্টেশন | সময়সূচী | |
| পৌঁছানোর সময় | ছাড়ার সময় | ||
| ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর) | আহমদপুর | ২২.৪৫ | ২২.৪৭ |
| ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস (২৫.০১.২০২৬ থেকে কার্যকর) | মুরারই | ০০.০৭ | ০০.০৯ |
| ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর) | আহমদপুর | ||
মুরারই
২৩.২৮
২২.১১
২৩.৩০
২২.১৩
গুসকরা
নলহাটী
০১.৪১
০০.১০
০১.৪৩
০০.১২
লালবাগ কোর্ট রোড
সালার
০৩.২৯
০২.৫০
০৩.৩১
০২.৫২
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন স্টপেজ দেওয়া হলেও ট্রেনগুলির সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। গন্তব্য-সহ অন্য স্টেশনগুলিতে আগের সময় অনুযায়ীই ট্রেন পৌঁছাবে বলে জানিয়েছে রেলওয়ে।