Advertisement

Shortest Railway Station in India: দেশের স্বল্প দূরত্বের রেল স্টেশন কলকাতাতেই, সময় লাগে কয়েক এক মিনিটেরও কম

Shortest Railway Station: রেল নিয়ে এমন অনেক ইতিহাস রয়েছে, যা জানলে অবাক হবেন। কলকাতাতেই এমন দু'টি স্টেশন রয়েছে, যার এক চমকপ্রদ ইতিহাস রয়েছে। মাত্র এক সেকেন্ডের দূরত্বে রয়েছে ২টি স্টেশন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2023,
  • अपडेटेड 7:34 PM IST
  • ভারতের অনেক স্টেশনেরই অনেক অজানা ইতিহাস আছে
  • ভারতের রেল পরিবহনের সেই উনিশ শতকের মধ্যভাগে
  • দেশের প্রথম ট্রেন, 'রেড হিল রেলওয়ে'

Shortest Railway Station: ভারতের (India) অনেক স্টেশনেরই অনেক অজানা ইতিহাস আছে। ভারতের রেল পরিবহনের সেই উনিশ শতকের মধ্যভাগে। ভারতের প্রথম রেলওয়ের প্রস্তাব ১৮৩২ সালে মাদ্রাজে তৈরি করা হয়েছিল। এরপরে বেঙ্গল এবং বম্বে প্রেসিডেন্সি এই প্রস্তাব দেয়। দেশের প্রথম ট্রেন, 'রেড হিল রেলওয়ে'। ভারতীয় রেল পরিবহনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিনটি হল ১৬ এপ্রিল ১৮৫৩। এদিন ভারতের মুম্বইয়ের বোরি বন্দর স্টেশন থেকে থানে পর্যন্ত প্রথম রেলের যাত্রা আরম্ভ হয়েছিল।

রেল নিয়ে এমন অনেক ইতিহাস রয়েছে, যা জানলে অবাক হবেন। কলকাতাতেই এমন দু'টি স্টেশন রয়েছে, যার এক চমকপ্রদ ইতিহাস রয়েছে। মাত্র এক সেকেন্ডের দূরত্বে রয়েছে ২টি স্টেশন। 

স্টেশন দু'টি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ (Tollygunge) এবং লেকগার্ডেন্স (Lake Gardens)। দূরত্ব অতিসামান্য। এমনকি টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার। যা লোকাল ট্রেনের ৪ টে বগির সমান। টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্স স্টেশনের দূরত্ব মাত্র ৪ টে বগির সমান। মানে ২টি স্টেশনেই নামতে পারেন।

এছাড়াও, উত্তর পাড়া ও বালি স্টেশনের মধ্যে দূরত্বও খুবই সামান্য। মাত্র ১ কিমি দূরত্ব। অতিক্রম করতে লাগে মাত্র ৭০ সেকেন্ড। কলকাতা পেরিয়ে শহরতলিতে এটিও খুব সামান্য দূরত্বের স্টেশন। 

দেশে আরও অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন থাকতে পারে,  এমনকি এই বাংলাতেও। তবে এই ২টি স্টেশন দূরত্বের দিক দিয়ে সবচেয়ে চর্চিত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement