
হু হু করে বাড়ছিল সোনা এবং রুপোর দাম। তবে সেই বৃদ্ধির পর এবার দামে এল বড়সড় ক্র্যাশ। একদিনে এক লাখ টাকার বেশি পড়ল রুপোর দাম। ও দিকে ১০ গ্রাম সোনার দাম পড়েছে প্রায় ৩৩ হাজার টাকা। আর শুধু ফিউচার ট্রেডিংয়ে নয়, বরং দেশের অভ্যন্তরীণ মার্কেটেও এই দুই ধাতুর দাম পড়েছে। রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎই ক্র্যাশ করে যায় সোনা এবং রুপোর দাম।
পড়ে যায় রুপোর দাম
অনেক দিন ধরেই বিশেষজ্ঞরা সতর্ক করছিলেন যে রুপোর বাবল একদিন ফেটে যাবে। আর তেমনটাই হল শুক্রবার। ১ কেজি রুপোর দাম একদিনে কমে গিয়েছে ১ লক্ষ টাকা।
আসলে বৃহস্পতিবারই কমোডিটি এক্সচেঞ্জ মার্কেটে ৩৯৯৮৯৩ টাকা প্রতি কেজিতে দাম পৌঁছে গিয়েছিল রুপোর। তবে শুক্রবারই ৫ মার্চের ফিউচারে বিরাট বড় ক্র্যাশ হয়। এটি নেমে আসে ২৯১৯২২ টাকায়। অর্থাৎ একদিনে কমে যায় ১০৭৯৭১ টাকা প্রতি কেজিতে।
ও দিকে আবার অভ্যন্তরীণ মার্কেটে বৃহস্পতিবার ৪২০০৪৮ টাকা প্রতি কেজি পৌঁছে গিয়েছিল রুপোর দাম। সেখান থেকে ১২৮১২৬ টাকা পড়েছে দাম।
সোনার দামেও বড় পতন
শুধু রুপো নয়, সোনার দামেও হয়েছে বড় পতন। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৩১১৩ টাকা। শুক্রবার এমসিএক্স-এ সোনার দাম রয়েছে ১৫০৮৪৯ টাকায়।
ও দিকে অভ্যন্তরীণ মার্কটে ৪২২৪৭ টাকা দাম পড়েছে ১০ গ্রাম সোনার। এটি ১৯৩০৯৬ টাকা টাকা থেকে ধপাস করে পড়েছে।
কেন পড়ছে দাম?
অনেকেই মনে করছেন, সোনা এবং রুপোর দাম একবারে হাইতে ছিল। সেখান থেকে পড়াটাই স্বাভাবিক। আসলে অনেক বিনিয়োগকারীই এখন প্রফিট বুকিংয়ে লেগে পড়েছেন। যার ফলে সোনা এবং রুপোর দামে বিরাট পতন এসেছে।
এ দিন সোনা-রুপোর ইটিএফ এবং এমসিএক্স-এর দামও পড়ে গিয়েছে। আর এমনটা হওয়ার পিছনে আমেরিকার ডলারের দাম বৃদ্ধির কথাও অনেকেই মনে করছেন।
এছাড়া আমেরিকার বন্ডের সুদের দিকেও নজর রয়েছে অনেকের। সেখানে বিনিয়োগ করে নিরাপদে টাকা ঘরে তোলার জন্য অনেকেই সোনা-রুপো কেনার ট্রেন্ড থেকে সরে আসছেন। আর সেটাও দাম কমার অন্যতম কারণ।
এখন কী করবেন?
এই পরিস্থিতিতে শান্ত হয়ে মার্কেটের দিকে তাকাতে হবে। তাছাড়া আরও কোনও উপায় নেই। আর নির্জের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন। স্টক, সোনা-রুপো, বন্ড ও এফডি সবেতেই ইনভেস্ট করে রাখা বুদ্ধিমানের কাজ। তাহলেই আপনার টাকা থাকবে সেফ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।