Advertisement

Silver Gold Price: ১২০০০ টাকা বাড়ল রুপো, সোনাও দামি; আজ রেট কত?

সোনা এবং রুপোর দামে চড়াই-উতরাই চলছে তো চলছেই। সোমবারই হঠাৎ করে ক্র্যাশ করে সোনা ও রুপোর দাম। এই ধাতুর দাম হুট করেই নিজের সর্বোচ্চ হাই থেকে ২১৫০০ টাকা প্রতি কেজিতে পড়ে যায়। তবে একদিনেই বদলে গেল খেলা। MCX-এ রুপোর দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১২০০০ টাকা। শুধু রুপোই নয়, দাম বৃদ্ধি পেয়েছে সোনারও। এটির দামও আগের দিনের থেকে অনেকটা পড়েছিল। তবে সেটা আবার মঙ্গলবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সোনা, রুপোর দামসোনা, রুপোর দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 3:31 PM IST
  • সোনা এবং রুপোর দামে চড়াই-উতরাই চলছে তো চলছেই
  • সোমবারই হঠাৎ করে ক্র্যাশ করে সোনা ও রুপোর দাম
  • এই ধাতুর দাম হুট করেই নিজের সর্বোচ্চ হাই থেকে ২১৫০০ টাকা প্রতি কেজিতে পড়ে যায়

সোনা এবং রুপোর দামে চড়াই-উতরাই চলছে তো চলছেই। এই সোমবারই হঠাৎ করে ক্র্যাশ করে সোনা ও রুপোর দাম। এই ধাতুর দাম হুট করেই নিজের সর্বোচ্চ হাই থেকে ২১৫০০ টাকা প্রতি কেজিতে পড়ে যায়। তবে একদিনেই বদলে গেল খেলা। MCX-এ রুপোর দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১২০০০ টাকা। শুধু রুপোই নয়, দাম বৃদ্ধি পেয়েছে সোনারও। এটির দামও আগের দিনের থেকে অনেকটা পড়েছিল। তবে সেটা আবার মঙ্গলবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

লাভ বিনিয়োগকারীদের...

সোনা এবং রুপো, দুই ধাতুর দাম অনেকটাই বেড়েছে এই বছর। বিশেষেত, রুপোর দাম বৃদ্ধি পেয়েছে। এই যেমন গতকালই রেকর্ড হাই, প্রতি কেজিতে ২৫৪১৭৪ টাকা বৃদ্ধি পেয়েছিল রুপোর দাম। তবে দিনের শেষ হওয়ার আগেই সেখান থেকে দাম পড়ে যায়। এর দাম কমে যায় ২১৫১১ টাকা প্রতি কেজি।

আবার মঙ্গলবার MCX Silver শুরু করে ২,৩১,১০০ টাকায়। আগের দিনের থেকে বেড়ে যায় অনেকটাই। আগের দিন এর ক্লোজিং হয়েছিল ২২৪৪২৯ প্রতি কেজিতে। তবে সেই দাম আজ সকালের ওপেনিংয়েই বৃদ্ধি পায়। তারপর ১২৪৭৮ টাকা বেড়ে যায় দাম। এটার দাম ২৩৬৯০৭ টাকায় প্রতি কেজিতে পৌঁছে যায়।

সোনার দামও বেড়েছে

রুপো নিয়ে চর্চা হলেও পিছিয়ে নেই সোনাও। এটির দামও সোমবার পড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার এই ধাতুর দাম অনেকটাই বেড়ে গিয়েছে।

এ দিন ৫ ফেব্রুয়ারি এক্সপায়ারির MCX ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১৪০৪৪৪ টাকা থেকে কমে যায় ২৭৯৮ টাকা। এর দাম ১৩৭৬৪৬ টাকায় পৌঁছে যায়। তবে আজ আবার দাম বেড়েছে সোনারও। এটির দাম রয়েছে ১৩৬,২১৭ টাকায়।

সোনা এবং রুপোর দাম অভ্যন্তরীণ মার্কেটে কমেছে

একটা কথা মাথায় রাখবেন, সোনা এবং রুপোর দাম MCX-এ বাড়লেও অভ্যন্তরীণ মার্কেটে বিষয়টা আলাদা। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স-এর INJA.com থেকে জানা যাচ্ছে, সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৩৮০ টাকা কমেছে। আর একই ধারা বজায় রয়েছে মঙ্গলবারও। এটির দাম রয়েছে ১,৩৪,৩৬২ টাকা। এটার দাম ১০ গ্রামে ২৪১৯ টাকা কমেছে।

Advertisement

ও দিকে আবার পড়েছে রুপোর দামও। আগের দিন এটা শেষ করেছিল ২৩৫৪৪০ টাকায়। আর আজ দিনের শুরুতেই সেটা গিয়ে দাঁড়িয়েছে ২৩১৪৬৭ টাকায়।

তবে এই দাম জিএসটি ছাড়া। এর উপর ৩ শতাংশ জিএসটি ধরেই সোনার দাম ঠিক করা হয়।

Read more!
Advertisement
Advertisement