Advertisement

SIR In West Bengal: SIR নিয়ে ১০ প্রশ্নের উত্তর রইল, যা আপনার সব চিন্তা দূর করবে

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। অনেকেই আতঙ্কিত, বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে নাম। একাধিক প্রশ্ন নিয়ে রয়েছে বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তি কাটাতে রইল SIR-এর নাড়িনক্ষত্র।

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 8:07 PM IST
  • SIR নিয়ে একাধিক বিভ্রান্তি রয়েছে মানুষের মনে
  • আতঙ্কিত হয়ে রয়েছেন ভোটার তালিকা থেকে নাম কাটার ভয়ে
  • জেনে নিন SIR নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে SIR। নানা প্রশ্ন উঠে আসছে। বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই হয়তো ঠিকমতো জানেন না কোন কোন নথি দেখাতে হবে। আবার ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে ভুগছেন অনেকেই। খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির bangla.aajtak.in. 

SIR কী? 
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন।  নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশিই মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে, ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং ‘নিবিড়’ নয়। তাই হবে বিশেষ নিবিড় সংশোধন  বা Special Intensive Revision অর্থাৎ SIR. এই প্রক্রিয়ায় সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দু’টি বিষয়। এক, কোনও বৈধ ভোটার যেন বাদ না যান। দুই, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। 

SIR-এ কী কী নথি দেখাতে হবে? 
১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট। ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮) জাতিগত শংসাপত্র। ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। ১১) জমি অথবা বাড়ির দলিল।

SIR-এর কাদের নাম কাটা যাবে? 
> ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না
> ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন
> ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার 
> যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ দু'টি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে
> কারচুপি করে তোলা অবৈধ ভোটারের নামট
> অনুপ্রবেশকারী
> কমিশনের নির্দেশিত ১১টি নথির কোনওটিই যারা দেখাতে পারবে না
> ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন

Advertisement

কীভাবে SIR-এ অংশ নিতে হবে?
প্রসঙ্গত, কারও যদি ভোটার তালিকায় নাম না থাকে এবং SIR প্রক্রিয়ার সময়েই নাম তোলাতে হয় সেক্ষেত্রে দেওয়া হবে না এনুমারেশন ফর্ম। তাদের কমিশনের দেওয়া ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। 

কবে পৌঁছবে এনুমেরেশন ফর্ম?
৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছবেন BLO-রা। শুরু হবে এনুমেরেশন ফর্ম ফিল আপ। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা যথাযথ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। সঙ্গে দাখিল করতে হবে প্রয়োজনীয় নথি। 

কী যাচাই করবেন BLO-রা?
এনুমারেশন পর্বে প্রত্যেকের জন্ম তারিখ, ঠিকানা এবং নাগরিকত্বের প্রমাণপত্র যাচাই করে দেখা হবে। এনুমেরেশন পর্বে ১১টি নথির যে কোনও একটি দেখাতে হবে। সেটির উপর নির্ভর করেই তৈরি হবে খসড়া ভোটার তালিকা।

কোন কোন দিনগুলি গুরুত্বপূর্ণ? 
৪ নভেম্বর- এনুমেরেশন ফর্ম ফিল আপ শুরু 
৪ ডিসেম্বর- এনুমেরেশন পর্ব সমাপ্ত 
৯ ডিসেম্বর- খসড়া তালিকা প্রকাশ
৮ জানুয়ারি পর্যন্ত- অভিযোগ জমা
৩১ জানুয়ারি পর্যন্ত- অভিযোগের ভিত্তিতে শুনানি
৭ ফেব্রুয়ারি- চূড়ান্চ ভোটার তালিকা প্রকাশ 

২০০২ সালের ভোটার তালিকায় যদি নাম না থাকে কী করবেন?
যাদের ২০০২ সালের তালিকার সঙ্গে ম্যাচিং বা লিঙ্কিং হবে না, তাদের নোটিস পাঠানো হবে। নোটিসের পরে হিয়ারিং হবে। সেখানে নির্ধারিত ১১টি নথির যে কোনও একটি দেখাতে হবে। তা খতিয়ে দেখা হবে। জানতে চাওয়া হবে, ২০০২ সালে ওই ভোটার কোথায় ছিলেন? তাঁর বাবা, মা কোথায় ছিলেন?’ 

কাদের কোনও নথিই দেখাতে হবে না? 
২০০২ বা ২০০৩ সালের SIR-এর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকী ২০০২, ২০০৩ সালের তালিকায় যাঁদের বাবা, মায়ের নাম রয়েছে, তাঁদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না।

আধার কার্ড কি নথি হিসেবে গ্রহণযোগ্য?
সুপ্রিম কোর্ট বলেছে আধার আইন অনুসারে এটি জন্ম তারিখের প্রমাণ নয়, কেবলমাত্র পরিচয়পত্র। সেই ভাবেই আধারকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবে ধরা হবে এক্ষেত্রে। সেই নিয়ম মেনেই আধারকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ  SIR-এ এই নথির গুরুত্ব নেই বললেই চলে।

 

Read more!
Advertisement
Advertisement