
সোমবার বিকেলেই ঘোষণা হতে পারে এ রাজ্যের SIR প্রক্রিয়া শুরুর দিনক্ষণ। তবে নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে নানা প্রশ্ন উঠে আসছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় SIR তালিকা থেকে বাদ পড়বে কোটি কোটি ভোটারের নাম। কাদের নাম সত্যিই বাদ পড়তে পারে, সেই নিয়ে চলছে বিভ্রান্তি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৩ মাস সময় দেওয়া হবে। যার মধ্যে ফর্ম ফিল আপ ও জমা দেওয়া, খসড়া তালিকা জারি করা এবং দাবি, আপত্তি বা আবেদন জমা করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারপরই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
কীভাবে SIR-এ অংশ নিতে হবে?
প্রসঙ্গত, কারও যদি ভোটার তালিকায় নাম না থাকে এবং SIR প্রক্রিয়ার সময়েই নাম তোলাতে হয় সেক্ষেত্রে দেওয়া হবে না এনুমারেশন ফর্ম। তাদের কমিশনের দেওয়া ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে।
কার কার নাম বাদ পড়তে পারে?
> ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না
> ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন
> ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার
> যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ দু'টি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে
> কারচুপি করে তোলা অবৈধ ভোটারের নামট
> অনুপ্রবেশকারী
> কমিশনের নির্দেশিত ১১টি নথির কোনওটিই যারা দেখাতে পারবে না
> ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন