
কামাখ্যা-হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারতে নিরামিষ, আমিষ বিতর্ক নিয়ে দ্বন্দ্ব চলছেই। গত ২৩ জানুয়ারি এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হলেও, যাত্রীদের দাবি, এখনও ট্রেনে আমিষ খাবার পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও। সূত্রের দাবি আগামী কিছুদিনের মধ্যে এই ট্রেনে চালু হতে পারে আমিষ খাবারও। তবে নিরামিষে এখন ঠিক কোন কোন খাবার পাওয়া যাচ্ছে? সকাল থেকে ডিনারের মেন্যু জেনে নিন
সকালে কী দেওয়া হবে: রেলসূত্রে দাবি বন্দে ভারত স্লিপারে সকাল সাড়ে ৬টা থেকে ৮টার মধ্যে চা ও বিস্কুট দেওয়া হবে।
রেলমন্ত্রী স্লিপার বন্দে ভারত উদ্বোধনের দিনই জানিয়েছিলেন বন্দে ভারত স্লিপার ট্রেনে অসম ও বাংলার কুইজিন পাওয়া যাবে। অসম থেকে ছাড়া পাওয়া যাবে অসমের খাবার। আবার হাওড়া থেকে ফিরতি পথে এই ট্রেনে দেওয়া হবে বাংলার খাবার। এবার দেখে নেওয়া যাক বন্দে ভারত স্লিপারের ডিনারের মেন্যুতে কী কী খাবার রয়েছে?
ডিনারে কী কী খাবার দেওয়া হবে?
হাওড়া থেকে ছাড়া ট্রেনে বাঙালি খাবার হিসেবে পাওয়া যাবে-
কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনটিতে অসমের খাবার হিসেবে থাকবে-
ট্রেনটি যেহেতু সন্ধ্যাবেলা ছেড়ে সকালে গন্তব্যে পৌঁছে যাচ্ছে, তাই লাঞ্চের কোনও অপশন রাখা হয়নি। ট্রেনের টাইম টেবিল হল- , হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে। তবে বৃহস্পতিবার এই ট্রেন চলবে না।
অন্যদিকে, ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে।
ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ দেবে?
হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।