Advertisement

Small Savings Schemes Interest Rates: কেন্দ্রের বড় উপহার, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদ, রইল লেটেস্ট রেট

সিনিয়র সিটিজেন স্কিম, মান্থলি ইনকাম স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিমগুলিতে সুদের হার বাড়ানো হয়েছে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 31 Mar 2023,
  • अपडेटेड 7:29 PM IST
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার একই আছে
  • গত ৯ মাসে এই নিয়ে তিন বার স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Small Savings Schemes Interest Rates) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বিনিয়োগকারীদের যা বড় উপহার। এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ৭০ বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়েছে সরকার। আগামী ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে সুদ মিলবে। অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Scheme), মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate), কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) মতো স্কিমগুলিতে সুদের হার বাড়ানো হয়েছে।

গত ৯ মাসে এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। বর্তমানে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ৪ শতাংশ থেকে ৮.২ শতাংশের মধ্যে রয়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিলবে ৮.২ শতাংশ হারে সুদ। কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭ শতাংশের বদলে ৭.২ শতাংশ হয়েছে। মান্থলি ইনকাম স্কিমে মিলবে ৭.৪ শতাংশ সুদ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বেড়ে হয়েছে ৮ শতাংশ। এছাড়াও আরও অন্য সঞ্চয় প্রকল্পেও সুদের হার বেড়েছে। সুদের নতুন হার নীচে দেওয়া হল।

সুদের নতুন হার

তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন হয়নি। এগুলি যথাক্রমে ৭.১ এবং ৪ শতাংশে রয়ে গেছে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ মিলছে। পোস্ট সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। একই সময়ে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে ২.৭০ শতাংশ হারে বার্ষিক সুদ মিলছে। ICICI ব্যাঙ্ক বার্ষিক ৩-৩.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। HDFC ব্যাঙ্কও বার্ষিক ৩-৩.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement