Advertisement

Solar Industries Share: ১৮ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে এই স্টকের দাম, কেনার পরামর্শ দিলেন ৩ বিশেষজ্ঞ

মার্কেটে মাল্টিব্যাগার স্টকের কোনও অভাব নেই। একটু রিসার্চ করলেই এর একটা লম্বা তালিকা পেয়ে যাবেন। তবে সেই সব স্টকের মধ্যে একটির কথা আলাদা করে বলতেই হবে। এই শেয়ারটি ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মালামাল করেছে। যার ফলে বিশেষজ্ঞরাও এই স্টককে পজিটিভ রেটিং দিচ্ছেন। ভাবছেন কোন কোন সংস্থার শেয়ারের কথা বলছি? তাহলে শুনুন কথা হচ্ছে, Solar Industries India সম্পর্কে। গত ৫ বছরে ৯৮৮ থেকে ১৪০০০ টাকায় পৌঁছে গিয়েছে এর দাম। যার ফলে বিশেষজ্ঞরা এই স্টককে বাই রেটিং দিচ্ছেন। এর দাম আরও বাড়তে পারে বলে বিশ্বাস করছেন তারা।

সোলার ইন্ড্রাস্ট্রিজ ইন্ডিয়া শেয়ারসোলার ইন্ড্রাস্ট্রিজ ইন্ডিয়া শেয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 10:51 AM IST
  • এই শেয়ারটি ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মালামাল করেছে
  • যার ফলে বিশেষজ্ঞরাও এই স্টককে পজিটিভ রেটিং দিচ্ছেন
  • যার ফলে বিশেষজ্ঞরা এই স্টককে বাই রেটিং দিচ্ছেন

মার্কেটে মাল্টিব্যাগার স্টকের কোনও অভাব নেই। একটু রিসার্চ করলেই এর একটা লম্বা তালিকা পেয়ে যাবেন। তবে সেই সব স্টকের মধ্যে একটির কথা আলাদা করে বলতেই হবে। এই শেয়ারটি ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মালামাল করেছে। যার ফলে বিশেষজ্ঞরাও এই স্টককে পজিটিভ রেটিং দিচ্ছেন। ভাবছেন কোন কোন সংস্থার শেয়ারের কথা বলছি? তাহলে শুনুন কথা হচ্ছে, Solar Industries India সম্পর্কে। গত ৫ বছরে ৯৮৮ থেকে ১৪০০০ টাকায় পৌঁছে গিয়েছে এর দাম। যার ফলে বিশেষজ্ঞরা এই স্টককে বাই রেটিং দিচ্ছেন। এর দাম আরও বাড়তে পারে বলে বিশ্বাস করছেন তারা।

দাম ছাড়িয়ে যেতে পারে ১৮০০০ টাকা

সোলার ইন্ড্রাস্ট্রিজ খনির জন্য ইন্ড্রাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ (বিস্ফোরক) তৈরি করে। শুধু তাই নয়, ইনফাস্ট্রাকচার সেক্টরের জন্যও এই সংস্থা বানিয়ে থাকে বিস্ফোরক। এর পাশাপাশি ডিফেন্স প্রোডাক্টও তৈরি করে সংস্থাটি।

আর এই সংস্থার শেয়ারই গত ৫ বছরে দারুণ মালামাল করেছে। যারা ৯৮৮ টাকা দিয়ে ৫ বছর আগে স্টকটা কিনেছিলেন, সেটা পৌঁছে গিয়েছে ১৩,৭৯২ তে। মিলেছে প্রায় ১৩০০ শতাংশ রিটার্ন। আর বর্তমানেও এই স্টকটা রয়েছে গ্রিন জোনে। যার ফলে এক্সপার্টরা মনে করছেন যে এর দাম পৌঁছে যেতে পারে ১৮০০০ টাকায়।

৩ বিশেষজ্ঞ টার্গেট বাড়িয়েছে

একজন নয়, বরং তিন ব্রোকারেজ ফার্ম সোলার ইন্ড্রাস্ট্রিজের বিষয়ে পজিটিভ। এই স্টকের বর্তমান মার্কেট ক্যাপ হল ১.২৫ লাখ কোটি। যার ফলে এই তিন ব্রোকারেজ ফর্ম বাই রেটিং দিয়ে রেখেছে।

শুধু তাই নয়, গোল্ডম্যান স্যাচ এই শেয়ারের টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে। সংস্থার অর্ডার বুক ১০০০০ কোটি ছাপিয়ে যাওয়ার পরই তাদের পক্ষ থেকে নতুন টার্গেট সেট করা হয়েছে ১৮২১৫ টাকা।

ও দিকে নৌভমাও বাড়িয়েছে এর টার্গেট প্রাইস। তাদের পক্ষ থেকে ১৭৫০০ থেকে বাড়িয়ে ১৮০০০ টাকা করা হয়েছে টার্গেট।

আবার আইসিআইসিআই সিকিউরিটিজও এই শেয়ার নিয়ে উৎসাহিত। তাদের পক্ষ থেকে এর টার্গেট বাড়িয়ে ১৭,২০০ টাকা করা হয়েছে।

Advertisement

নতুন অর্ডার মিলেছে

আসলে নতুন অর্ডার পয়েছে এই সংস্থা। তারা ১৪০০ কোটি টাকার সামরিক পণ্য রপ্তানির অর্ডার পয়েছে। যার ফলে একাধিক সংস্থা এই শেয়ার নিয়ে পজিটিভ।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement