Sorasori Mukhyamantri: ‘নবজোয়ার’ কর্মসূচির পর এবার মানুষের সমস্যা সরাসরি শুনতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের নানা সমস্যার কথা শুনতে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে ‘নবজোয়ার’ কর্মসূচির এক সভায় ভার্চুয়ালি যোগ দেন মমতা। সেই সভা থেকেই এই নতুন কর্মসূচির কথা জানান তিনি। গত বিধানসভা ভোটের আগে ‘দিদিকে বল’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের মাধ্যমে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হয়েছে তৃণমূল সুপ্রিমো।
শুক্রবার পাত্রসায়রের সভায় যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভাতেই ভার্চুয়ালি যোগ দিয়ে নতুন প্রকল্পের কথা জানান মমতা। শুক্রবারের সভায় তৃণমূল সুপ্রিমো জানান, এবার এক নতুন কর্মসূচি শুরু করা হবে, যার নাম হবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে একটা সময় নির্দিষ্ট করা হবে। ওই সময়ে নির্দিষ্ট নম্বরে ফোন করে তাঁর প্রতিনিধিকে সমস্যার কথা জানাতে পারবেন বাংলার সাধারণ মানুষ। ওই ফোন কল রেকর্ডও করা থাকবে। কেউ বঞ্চিত হলে, তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন মমতা।
এদিন ভার্চুয়াল সভার শেষেও সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মীদের হ্যান্ড মাইক এগিয়ে দিতে বলেন তিনি। তবে এই প্রকল্প ঠিক কবে থেকে চালু হবে, কখন কোন নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা বলতে পারবেন রাজ্যের মানুষ, তা এই সভায় স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো।