Advertisement

Sovereign Gold Bond Scheme: সস্তায় সোনা বেচছে কেন্দ্র, বিনিয়োগ করলে মোটা টাকা কামাই

Sovereign Gold Bond Scheme 2022-23: সোনার আমদানি কমাতে এবং দেশে বিনিয়োগের বিকল্প দেওয়ার জন্য ২০১৫ সালের নভেম্বরে সোবারিন গোল্ড বন্ড স্কিম শুরু করেছিল আরবিআই। ভারত সরকারের তরফে প্রতি আর্থিক বছরে কয়েকটি ধাপে বাজারে এই বন্ড আনা হয়।

গোল্ড বন্ড। গোল্ড বন্ড।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jun 2022,
  • अपडेटेड 1:52 PM IST
  • । সোনায় বিনিয়োগ করার একটি দুর্দান্ত সুযোগ মিলছে।
  • দীর্ঘদিন পর স্বর্ণ বন্ড ছাড়তে চলেছে আরবিআই।

শেয়ার বাজারের ঠিকঠিকানা নেই এখন। প্রতিদিনই বাজার নিম্নমুখী। বহু বিনিয়োগকারীর মাথায় হাত। এমতাবস্থায় বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সোনায় বিনিয়োগ করার একটি দুর্দান্ত সুযোগ মিলছে। দীর্ঘদিন পর স্বর্ণ বন্ড ছাড়তে চলেছে আরবিআই। আসছে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সোবারেন গোল্ড বন্ড স্কিম।

২০ থেকে ২৪ জুন পর্যন্ত সুযোগ

সোনার বন্ডে বিনিয়োগের জন্য সময়সীমা ২০ জুন থেকে ২৪ জুন। এবার গোল্ড বন্ডের ইস্যু মূল্য প্রতি গ্রাম ৫০৯১ টাকা স্থির করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে বা অনলাইন পেমেন্ট করলে প্রতি গ্রামের জন্য ৫০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, তখন গোল্ড বন্ডের ইস্যু মূল্য হবে ৫০৪১ টাকা।

আরও পড়ুন

গোল্ড বন্ড স্কিম কী

সোনার আমদানি কমাতে এবং দেশে বিনিয়োগের বিকল্প দেওয়ার জন্য ২০১৫ সালের নভেম্বরে সোবারিন গোল্ড বন্ড স্কিম শুরু করেছিল আরবিআই। ভারত সরকারের তরফে প্রতি আর্থিক বছরে কয়েকটি ধাপে বাজারে এই বন্ড আনা হয়। প্রতিটি সিরিজের সোনার বন্ডের দাম সেই সময়ের সোনার দাম অনুযায়ী ঠিক করে দেশের শীর্ষ ব্য়াঙ্ক। 

গোল্ড বন্ডে বিনিয়োগের সীমা

১ গ্রাম থেকে শুরু করে ৪ কেজি পর্যন্ত সার্বভৌম সোনার বন্ড কিনতে পারেন যে কোনও বিনিয়োগকারী। হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) জন্য ৪ কেজি এবং  ট্রাস্টের জন্য ২০ কেজি সোনা কেনা যেতে পারে।

সোবারিয়ান গোল্ড বন্ডে রিটার্ন

সোবারিয়ান গোল্ড বন্ডের মেয়াদ 8 বছর। রয়েছে ৫ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে। সময়ের আগে ভাঙাতে চাইলে শেয়ারে বাজারে লেনদেন করতে পারেন। এই বন্ডে ২.৫% সুদ  পাওয়া যায়। সেই সঙ্গে বন্ড ভাঙানোর সময় সোনার মূল্যও পাওয়া যাবে। 

Sovereign Gold Bond কিনবেন কী ভাবে? 

স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং পেমেন্টস ব্যাঙ্ক ছাড়া অন্য সব ব্যাঙ্ক সোবারিয়ান গোল্ড বন্ড কিনতে পারে। এছাড়া ভারতের স্টক হোল্ডিং কর্পোরেশন, নির্বাচিত পোস্ট অফিস, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসই থেকেও কেনা যাবে৷

Advertisement

Read more!
Advertisement
Advertisement