Advertisement

SBI Fixed Deposit: কত লাখ টাকায়, কত লাখ রিটার্ন, হিসাব বুঝে নিন...

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র বয়স্ক নাগরিকদের জন্য একাধিক FD স্কিম রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪৪ দিনের অমৃত কলস স্কিম। এতে ১ বছর, ৩ বছর ও ৫ বছরের স্কিম পাবেন। SBI তাদের অমৃত কলস স্কিমে বয়স্ক নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ বার্ষিক সুদের হার দিচ্ছে। ফলে এটি সত্যিই আকর্ষণীয়।

ফিক্সড ডিপোজিটের হিসাব বুঝে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2024,
  • अपडेटेड 2:56 PM IST
  • বয়স্কদের অবসরের পর আয়ের উৎস কমে আসলেও খরচ প্রায় একই থাকে।
  • কিছুটা কমতে পারে, তবে নিয়মিত খরচ মেটাতে তাঁদের একটি স্থির আয়ের প্রয়োজন।
  • তাই অল্প বয়স থেকেই একটু-একটু করে টাকা জমানোই শ্রেয়। 

SBI FD Rate: বয়স্কদের অবসরের পর আয়ের উৎস কমে আসলেও খরচ প্রায় একই থাকে। কিছুটা কমতে পারে, তবে নিয়মিত খরচ মেটাতে তাঁদের একটি স্থির আয়ের প্রয়োজন। তাই অল্প বয়স থেকেই একটু-একটু করে টাকা জমানোই শ্রেয়। অনেকের পেনশন বা ভাড়া থেকে কিছু আয় আসে, তবে বেশিরভাগকেই অন্যদের উপর নির্ভর করতে হয়। আর্থিকভাবে স্বাধীন থাকার সর্বোত্তম উপায় হলো কারও উপর নির্ভর না করে নিজের আয়ের উৎস তৈরি করে রাখা। তাছাড়া অল্পবয়সীরা বাড়ির সিনিয়র সিটিজেন, যেমন বাবা-মা বা দাদু-দিদার মাধ্যমেও, নিজেকে নমিনী রেখে ফিক্সড ডিপোজিট করাতে পারেন।

সিনিয়র সিটিজেনদের ঝুঁকিহীন স্কিমেই বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। এমনকি অল্পবয়সীদেরও সম্পূর্ণ টাকা বাজারে ঝুঁকিপূর্ণ স্কিমে লাগানো উচিত নয়। কিছু টাকা ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ, ঝুঁকিহীন ক্ষেত্রেও রাখা উচিত। আর সেই কারণেই ফিক্সড ডিপোজিট (FD) এত জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। এতে একবার বিনিয়োগ করলেই নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র বয়স্ক নাগরিকদের জন্য একাধিক FD স্কিম রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪৪ দিনের অমৃত কলস স্কিম। এতে ১ বছর, ৩ বছর ও ৫ বছরের স্কিম পাবেন। SBI তাদের অমৃত কলস স্কিমে বয়স্ক নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ বার্ষিক সুদের হার দিচ্ছে। ফলে এটি সত্যিই আকর্ষণীয়।

SBI Senior Citizen FD স্কিমের সুদের হার:

  • ১ বছরের FD: ৭.৩০ শতাংশ সুদ
  • ৩ বছরের FD: ৭.২৫ শতাংশ সুদ
  • ৫ বছরের FD: ৭.৫০ শতাংশ সুদ

সুদ না হয় জানলেন। এবার জেনে নিন, যদি কেউ ১, ৩, বা ৫ বছরের জন্য ₹২.৫০ লক্ষ, ₹৫ লক্ষ, ₹৭.৫০ লক্ষ, বা ₹১০ লক্ষ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে তাঁরা কত সুদ এবং ম্যাচিউরিটি অ্যামাউন্ট পাবেন।

১ বছরের SBI সিনিয়র সিটিজেন FD-তে আয়ের হিসাব:

  • ₹২,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹১৮,৭৫৬ সুদ, মোট ম্যাচিউরিটি ₹২,৬৮,৭৫৬।
  • ₹৫,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹৩৭,৫১১ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৫,৩৭,৫১১।
  • ₹৭,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹৫৬,২৬৭ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৮,০৬,২৬৭।
  • ₹১০,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹৭৫,০২৩ সুদ, মোট ম্যাচিউরিটি ₹১০,৭৫,০২৩।

৩ বছরের SBI সিনিয়র সিটিজেন FD-তে আয়ের হিসাব:

  • ₹২,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹৬০,১৩৭ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৩,১০,১৩৭।
  • ₹৫,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹১,২০,২৭৩ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৬,২০,২৭৩।
  • ₹৭,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹১,৮০,৪১০ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৯,৩০,৪১০।
  • ₹১০,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹২,৪০,৫৪৭ সুদ, মোট ম্যাচিউরিটি ₹১২,৪০,৫৪৭।

৫ বছরের SBI সিনিয়র সিটিজেন FD-তে আয়ের হিসাব:

  • ₹২,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹১,১২,৪৮৭ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৩,৬২,৪৮৭।
  • ₹৫,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹২,২৪,৯৭৪ সুদ, মোট ম্যাচিউরিটি ₹৭,২৪,৯৭৪।
  • ₹৭,৫০,০০০ বিনিয়োগে প্রায় ₹৩,৩৭,৪৬১ সুদ, মোট ম্যাচিউরিটি ₹১০,৮৭,৪৬১।
  • ₹১০,০০,০০০ বিনিয়োগে প্রায় ₹৪,৪৯,৯৪৮ সুদ, মোট ম্যাচিউরিটি ₹১৪,৪৯,৯৪৮।

বয়স্ক নাগরিকদের জন্য SBI FD সেরা অপশন কেন?

বয়স্ক নাগরিকরা ঝুঁকি নিতে চান না। নিশ্চিত আয়ের উৎস খোঁজেন। SBI-এর সিনিয়র সিটিজেন FD স্কিম তাদের সেই সুবিধা দেয়, যেখানে তারা স্থিতিশীল ও নির্ভরযোগ্য আয় পেতে পারেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement