
অনেকেই ঝুঁকি নিতে চান না। বরং তাঁরা সুরক্ষিতভাবেই লং টার্মে ভাল রিটার্ন চান। তাই তাঁরা বিভিন্ন ধরনের সরকারি স্কিম খুঁজতে চান। আর এমনই প্রকল্প এনেছে ভারত সরকার। তাদের পক্ষ থেকে সুকন্যা সমৃদ্ধ যোজনা আনা হয়েছে। এই স্কিমে ইনভেস্ট করলে আপনি ৫০ লক্ষ টাকা আপনি শুধু ইন্টারেস্ট হিসেবেই পেয়ে যাবেন।
তবে প্রথমেই বলি, এই স্কিম সবাই করতে পারবেন না। বরং কন্যা সন্তানের জন্যই খোলা যাবে এই স্কিম। সেখানে ইনভেস্ট করা যাবে। মেয়ের ১৫ বছর বয়স পর্যন্ত এই স্কিমে টাকা রাখা যাবে। আর মেয়ের বয়স ২১ হলে তোলা যাবে টাকা। এই সময় আপনি পুরো টাকাটাই তুলে ফেলতে পারবেন।
আপনি যদি সন্তানের জন্মের পর থেকেই এই স্কিমে ইনভেস্ট করেন, তাহলে প্রতিমাসে খুব কম টাকা জমিয়েই ৫০ লক্ষ টাকা পেতে পারেন সুদ হিসেবেই। এক্ষেত্রে মেয়ের বয়স ১৫ বছর পর্যন্ত ইনভেস্ট করুন। তারপর ২১ বছরে নিন তুলে। আর তাতে জমে যাবে অনেকটাই টাকা।
সুদ কত?
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদটা অনেক। এক্ষেত্রে বছরে ৮.২ শতাংশ হারে ইন্টারেস্ট পাওয়া যাবে।
তবে মাথায় রাখতে হবে প্রতি ত্রৈমাসিকে এর ইন্টারেস্ট রেট ঠিক হয়। আর জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৬ মার্চ পর্যন্ত ৮.২ শতাংশ হারেই মিলবে সুদ। এই রেটটা ৩১ ডিসেম্বরই ঠিক হয়ে গিয়েছিল। আর সুদের হারটা বহুদিন ধরেই একই জায়গায় রয়েছে।
প্রতি মাসে টাকা জমা দেওয়া যাবে
এই স্কিমে বছরে ন্যূনতম ২৫০ টাকা পেতে পারেন। আর বছরে মোট ১.৫০ লক্ষ টাকা রাখা সম্ভব। এর বেশি টাকা রাখা যাবে না।
আপনি এই টাকাটা একবারে রাখতে পারেন। অথবা একাধিক ভাগে দিতে পারেন। আর এই টাকাটা আপনি মেয়ের বয়স ১৫ হওয়া পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। যদিও এই টাকাটা পাওয়া যাবে মেয়ের বয়স ২১ হলে।
ইন্টারেস্ট পাবেন ৫০ লক্ষ
ধরুন বছরে ১.৫ লক্ষ টাকা করে ইনভেস্ট শুরু করলেন এই স্কিমে। সেক্ষেত্রে সন্তানের বয়স ২১ হওয়ার সময় সে পেতে পারে ৭২ লক্ষ টাকা। আসুন অঙ্কটা জেনে নেওয়া যাক-
১. বছরে ১৫০০০০ টাকা করে জমান
২. ডিপোজিটের সময় ১৫ বছর
৩. ইন্টারেস্ট রেট ৮.২ শতাংশ
৪. এতে আপনার জমবে ২২৫০০০০ টাকা
৫. আপনি ইন্টারেস্ট হিসেবে পেয়ে যাবেন ৪৯৩২১১৯ টাকা
৬. যার ফলে ম্যাচুরিটিতে পাবেন ৭১৮২১১৯ টাকা
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।