রেলের টিকিটে সিনিয়র সিটিজেনদের জন্য আবারও ছাড় (concession of senior citizens on train tickets) চালু করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। শুক্রবার সেই আবদেন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত দেশের কোটি প্রবীণ রেল যাত্রীদের জন্য বড় ধাক্কা। ২০২০ সালে যখন করোনা মহামারী চলাকলীন রেল মন্ত্রক ট্রেনে ভ্রমণকারীদের সংখ্যা নিয়ন্ত্রণে প্রবীণ নাগরিকদের দেওয়া ভাড়ায় ছাড়টি (Senior Citizen Concession) বন্ধ করে দেয়। বয়স্ক পুরুষরা ৪০ শতাংশ এবং মহিলারা ৫০ শতাংশ ছাড় পেতেন।
সম্প্রতি, এম কে বালাকৃষ্ণান নামে এক ব্যক্তি ট্রেনে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় আবারও চালু করার জন্য একটি আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি এস কে কাউল এবং বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। বেঞ্চ শুক্রবার বলেছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে একটি পিটিশনে ম্যান্ডামস অব রিট করা এই আদালতের পক্ষে উপযুক্ত হবে না। প্রবীণ নাগরিকদের চাহিদা এবং আর্থিক ফলাফলের কথা মাথায় রেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন: PM Kisan 14th Installment Latest Update: ২০০০ নয়, এবার পিএম কিষাণে ঢুকবে ৪০০০ টাকা; কারা পাবেন?
৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ যাত্রীদের ভাড়ায় ৪০ শতাংশ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলা যাত্রীদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিত রেল। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস এবং অন্যান্য সহ সমস্ত ট্রেনে প্রবীণ নাগরিকরা ছাড় পেতেন। রেল মন্ত্রক এই বছরের শুরুতে বলেছিল যে ভারতীয় রেল শীঘ্রই প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় আবারও চালু করতে পারে।