Advertisement

BSNL এ শুরু হয়ে 4G নেটওয়ার্ক, সস্তায় একেবারে স্বদেশি টেকনোলজি, কীভাবে পাবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবার চালু হতে চলেছে স্বদেশী 4G পরিষেবা। BSNL আনছে দেশীয় প্রযুক্তির এই 4G পরিষেবা। কোন কোন এলাকায় চালু হচ্ছে এই স্বদেশী 4G নেটওয়ার্কের টাওয়ার? কীভাবে মিলবে পরিষেবা? রইল বিস্তারিত...

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 12:25 PM IST
  • দেশে এবার চালু হচ্ছে স্বদেশী 4G পরিষেবা
  • BSNL আনছে দেশীয় প্রযুক্তির এই 4G পরিষেবা
  • কোন কোন এলাকায় চালু হচ্ছে এই স্বদেশী 4G নেটওয়ার্ক?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 4G পরিষেবা। শনিবার ওড়িশা থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৯৭ হাজার ৫০০টি টাওয়ারের। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছেন, BSNL-ই প্রথম সংস্থা যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই 4G পরিষেবা দেবে। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি  এক যুগ আগে 4G পরিষেবা এনেছিল। তারা যখন 4G পেরিয়ে, এমনকী 5G পেরিয়ে 6G নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে, তখন রাষ্টায়ত্ত সংস্থা BSNL-এর আনুষ্ঠানিক ভাবে দেশীয় 4G পরিষেবা কতটা কৃতিত্বের? 

উল্লেখ্য, এই স্বদেশী 4G পরিষেবার নেপথ্যে রয়েছে তেজস নেটওয়ার্ক, TCS এবং সি-ডট। খরচ হয়েছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। BSNL-এর লক্ষ্য দেশের ২৭ হাজার প্রত্যন্ত গ্রামে BSNL-এর 4G পরিষেবা দেওয়া। শনিবার উদ্বোধন হতে চলা টাওয়ারগুলির মধ্যে রয়েছে কলকাতা সার্কেলের ১৬০০টি এবং পশ্চিমবঙ্গ সার্কেলের ২ হাজার ১৪৮টি। BSNL-এর CMD রবার্ট রবির কথায়, 'সংস্থার ২৫ বছরে 4G চালু হচ্ছে। পুরো দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিষেবার সুবিধা পাবেন মানুষ।' 

যদিও ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, প্রতিযোগিতায় আগেই পিছিয়ে পড়েছে BSNL। বহু গ্রাহক ক্ষোভে এই নেটওয়ার্ক ছেড়ে দিয়েছেন। পরে বাকি টেলিকম সংস্থাগুলি মাশুল বাড়ালে একাংশ ফিরেছেন। এখন BSNL-এর গ্রাহক আনুমানিক ৯ কোটি। তবে অন্যান্য টেলিকম সংস্থার 5G নেটওয়ার্কের ভিড়ে আদৌ কতটা সাড়া ফেলবে BSNL-এর দেশীয় 4G পরিষেবা, তা নিয়ে সংশয় রয়েছে। 

BSNL তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছে, 'ভারত প্রস্তুত হও! ২৭শে সেপ্টেম্বর, BSNL ভারতের নেটওয়ার্কের ধারণাকে বদলে দেবে। স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।' জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছেন, BSNL-এর 4G টাওয়ারগুলিকে সফ্টওয়্যার আপডেট করলেই 5G মিলবে। 

সরকারি টেলিকম কোম্পানি দেশের রাজধানী শহর দিল্লিতে 4G পরিষেবা চালু করেছে ইতিমধ্যেই। কোম্পানি নিশ্চিত করেছে, গ্রাহকরা একটি পার্টনারশিপ নেটওয়ার্ক অ্যাক্সেস চুক্তির মাধ্যমে 4G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন। যার অর্থ 4G সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীরা এখন 4G সার্ভিস ব্যবহার করার জন্য তার BSNL সিম ব্যবহার করতে পারবেন। দিল্লি-NCR অঞ্চলে এই লঞ্চ দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে 4G নেটওয়ার্কের বৃহত্তর রোলআউটের অংশ। 4G চালু হওয়ার পাশাপাশি, সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীরা নেটওয়ার্কে তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস পাবেন। e-KYC সম্পন্ন করার পরে BSNL এবং MTNL গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং রিটেল বিক্রেতাদের কাছ থেকে নতুন 4G সিম কার্ড কেনা যাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement