Swasthya Sathi New Guidelines: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) নিয়ে একগুচ্ছ নতুন নির্দেশিকা (Guidelines) জারি করেছে রাজ্য সরকার (State Government)। নতুন বছরের শুরু হওয়ার আগে নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকায়, বেসরকারি হাসপাতালগুলির (Private Hospitals) রোগী রেফার, অধিক অর্থ আত্মসাৎ সহ একাধিক বিষয় রয়েছে। এতে স্পষ্ট স্বাস্থ্যসাথী নিয়ে কড়া হয়েছে সরকার।
বলা হয়েছে, অপারেশন চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা। অপারেশন আংশিক হলে মিলবে ৫০ শতাংশ টাকা। বিনা পরীক্ষায় চিকিৎসা না করে রেফার করলে কোনও টাকা দেওয়া হবে না।
বেসরকারি হাসপাতালগুলিকে টাকা মেটানো নিয়ে কড়া নির্দেশ দেয়। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার করলে বা মারা গেলে বিমার পুরো টাকা পাবে না হাসপাতাল। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার করলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল।
আর কী কী রয়েছে নির্দেশিকায়?
- অপারেশন দরকার নেই এমন রোগীর ক্ষেত্রে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হলে মিলবে মাত্র ১৫ শতাংশ টাকা।
- পরীক্ষার পর অপারেশন না করে রেফার করলে মিলবে ২৫ শতাংশ টাকা।
- চিকিৎসা পুরোপুরি শেষ না করে রোগীকে রেফার বার ট্রান্সফার মিলবে অর্ধেক টাকা।
- অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০ শতাংশ টাকা পাবে হাসপাতাল।
- অপারেশন করতে গিয়ে যদি দেখা যায় অপারেশন সম্ভব নয়, তাহলে মিলবে প্যাকেজের ৩৫ শতাংশ টাকা।
- অপারেশন ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ। মোট প্যাকেজের মাত্র ৩০ শতাংশ।
- অপারেশনের আগেই রোগী মারা গেলে ২৫ শতাংশ টাকা পাবে হাসপাতাল।
-কিডনি এবং গলব্লাডারের পাথর পুরোপুরি না বের হলে পাওয়া যাবে ৬০ শতাংশ টাকা।
- হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫ শতাংশ টাকা।
অভিযোগ ওঠে, বেশ কিছু বেসরকারি হাসপাতাল চিকিৎসার নামে বিমার টাকা আত্মসাৎ করছে। রোগী সুস্থ না হলেও টাকা নিয়ে নেওয়া হচ্ছে। ফলে রোগী এবং সরকারের দু'পক্ষেরই ক্ষতি হচ্ছে। এগুলি ঠেকাতেই এই নতুন নিয়ম জারি করল সরকার।