Advertisement

SWP Monthly Income Plan: শেয়ার বাজার থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব, হিসেবটা বুঝুন

SWP মূলত এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে আপনি এককালীন বড় অঙ্ক জমা রাখেন, আর সেখান থেকে প্রতি মাসেই তুলতে পারেন নির্দিষ্ট টাকা। সবচেয়ে বড় সুবিধা হল আপনার মূলধন খুব দ্রুত কমে না, কারণ বাজার থেকে যে রিটার্ন পাওয়া যায় তা মূলধনের ক্ষয় অনেকটাই সামলে নেয়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 5:27 PM IST

SWP Monthly Income Plan: শেয়ার বাজারে শুধু ধনী হওয়ার উদ্দেশ্যে নয়, নিয়মিত মাসিক আয়ের জন্যও রয়েছে নানা বিনিয়োগের সুযোগ। যেমন SIP আপনাকে প্রতি মাসে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য বড় অঙ্ক জমাতে সাহায্য করে, তেমনই SWP(Systematic Withdrawal Plan) আপনাকে একবার বড় অঙ্ক বিনিয়োগ করে প্রতি মাসে স্থায়ী ইনকাম দেয়।

SWP মূলত এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে আপনি এককালীন বড় অঙ্ক জমা রাখেন, আর সেখান থেকে প্রতি মাসেই তুলতে পারেন নির্দিষ্ট টাকা। সবচেয়ে বড় সুবিধা হল আপনার মূলধন খুব দ্রুত কমে না, কারণ বাজার থেকে যে রিটার্ন পাওয়া যায় তা মূলধনের ক্ষয় অনেকটাই সামলে নেয়।

কীভাবে পাবেন প্রতি মাসে ৫০,০০০ টাকা?
যদি আপনার মাসিক প্রয়োজন ৫০,000 টাকা হয় এবং আপনি চান মূল বিনিয়োগ কমে না যাক, তাহলে SWP হতে পারে আদর্শ পরিকল্পনা। এ ক্ষেত্রে কিছু বিষয় নির্ভর করে। যেমন মিউচুয়াল ফান্ডে আপনি গড়ে কত শতাংশ রিটার্ন পাচ্ছেন, বছরে মোট কত টাকা প্রয়োজন কিংবা কত বছর SWP চালাবেন।

আরও পড়ুন

ধরা যাক বছরে গড়ে ৮% রিটার্ন পাচ্ছেন এবং আপনার বার্ষিক প্রয়োজন ৬ লাখ টাকা।
তাহলে হিসেব বলছে ৮% রিটার্নে এই আয় বজায় রাখতে আপনার প্রয়োজন হবে ৭৫-৮০ লাখ  টাকা বিনিয়োগ।

যদি গড় রিটার্ন ১০% হয়, প্রয়োজন ৬০-৬৫ লাখ টাকা।
আর যদি রিটার্ন ১২% হয়, তাহলে যথেষ্ট ৫০-৫৫ লাখ টাকা।

৮০ লাখ টাকা জমাতে কত SIP লাগবে?

যাঁদের হাতে এখনই এত বড় অঙ্ক নেই, তাঁরা SIP করে ধীরে ধীরে এই লক্ষ্যে পৌঁছতে পারেন।

১২% রিটার্নে মাসে ১৭ হাজার-১৮ হাজার SIP করলে ১৫ বছরে জমবে ৮০ লাখ টাকা।

১২% রিটার্নে মাসে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা SIP করলে ২০ বছরে জমবে ₹80 লাখ টাকা।

অর্থাৎ সময় ও নিয়মিত বিনিয়োগ থাকলে SWP-এর জন্য প্রয়োজনীয় ফান্ড তৈরি করা সম্ভব।

Advertisement

বিশেষ সতর্কতা
শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে টাকা লগ্নি করার আগে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া জরুরি। বাজারে ওঠা-নামা যে কোনও পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement