
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের জনপ্রিয় মাইক্রো এসইউভি টাটা পাঞ্চের নতুন ফেসলিফ্ট মডেল লঞ্চ করল টাটা মোটরস। আরও বোল্ড লুক, আধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এবার একেবারে নতুন সংযোজন, সিএনজি ও অটোমেটিক ট্রান্সমিশনের যুগলবন্দি। নতুন টাটা পাঞ্চের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৫.৫৯ লক্ষ (এক্স-শোরুম)।
কী নতুন টাটা পাঞ্চে?
নতুন পাঞ্চ দেশের প্রথম সাব-কমপ্যাক্ট এসইউভি, যেখানে সিএনজি ও অটোমেটিক (AMT)-দু’টিই একসঙ্গে পাওয়া যাবে। শুধু তাই নয়, নিরাপত্তার দিকেও বড় জোর দিয়েছে টাটা। বাস্তব পরিস্থিতিতে ট্রাকের সঙ্গে ক্র্যাশ টেস্টে গাড়িটির স্থিতিশীলতা প্রমাণিত হয়েছে। সংস্থার দাবি, ৫০ কিমি গতিতে সংঘর্ষের পরও গাড়ির ভিতরে থাকা চারটি ডামি সম্পূর্ণ সুরক্ষিত ছিল। উল্লেখযোগ্যভাবে, পাঞ্চ ইতিমধ্যেই বাজারে ৭ লক্ষের বেশি ইউনিট বিক্রি করেছে।
নকশায় আরও সাহসী
পাঞ্চ ফেসলিফ্টে রয়েছে নতুন এলইডি হেডল্যাম্প, পিয়ানো ব্ল্যাক ফিনিশ, নতুন লোয়ার গ্রিল ও স্কিড প্লেট। নকশার ছোঁয়ায় নেক্সন, হ্যারিয়ার ও সাফারির মতো বড় টাটা এসইউভির সঙ্গে মিল পাওয়া যায়। পিছনে নতুন টেলল্যাম্প ও রিডিজাইনড বাম্পার গাড়ির লুককে আরও আকর্ষণীয় করেছে। রঙের বিকল্প হিসেবে মিলবে, সায়েন্টিফিক ব্লু, ক্যারামেল ইয়েলো, বেঙ্গল রুজ রেড, ডেটোনা গ্রে, কুর্গ ক্লাউডস সিলভার ও প্রিস্টিন হোয়াইট।
কেবিনে প্রিমিয়াম ছোঁয়া
নতুন পাঞ্চের ভিতরেও বড় বদল। রয়েছে আলোকিত টাটা লোগো-সহ টুইন-স্পোক স্টিয়ারিং, নতুন টগল সুইচ, রিডিজাইনড এসি ভেন্ট। সঙ্গে ২৬.০৩ সেমি ইনফোটেইনমেন্ট স্ক্রিন ও ৭ ইঞ্চির ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই এসইউভিটি পাওয়া যাবে ছ’টি ভেরিয়েন্টে, স্মার্ট, পিওর, পিওর প্লাস, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিশড ও অ্যাকমপ্লিশড প্লাস।
ইঞ্জিন ও পারফরম্যান্সে বড় চমক
সবচেয়ে বড় আপগ্রেড এসেছে ইঞ্জিনে। নতুন পাঞ্চে থাকছে, ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (নেক্সনের মতোই), যা দেয় ১২০ এইচপি ও ১৭০ এনএম টর্ক। দাবি করা হচ্ছে, মাত্র ১১.১ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে এই গাড়ি। আগের মতোই ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন (৮৮ বিএইচপি, ১১৫ এনএম)। পেট্রোল + সিএনজি ভেরিয়েন্ট, যা উৎপন্ন করে ৭৩ বিএইচপি ও ১০৩ এনএম টর্ক।
পেট্রোল ও সিএনজি-দু’টিতেই থাকবে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। পাশাপাশি প্রথমবার সিএনজি ভেরিয়েন্টে যুক্ত হল এএমটি গিয়ারবক্স, যা শহরের ট্রাফিকে চালানোকে আরও আরামদায়ক করবে।
বুট স্পেসেও আপস নয়
টাটা মোটরসের ডুয়াল-সিলিন্ডার প্রযুক্তির ফলে সিএনজি ভেরিয়েন্টেও মিলছে ২১০ লিটার বুট স্পেস, যা এই সেগমেন্টে বেশ উল্লেখযোগ্য।
নিরাপত্তায় ৫-স্টার
নতুন টাটা পাঞ্চ পেয়েছে ভারত NCAP-এর ৫-স্টার সেফটি রেটিং। ফিচারের তালিকায় রয়েছে, ৬টি এয়ারব্যাগ, ESP, হিল হোল্ড অ্যাসিস্ট, iTPMS, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রেইন সেন্সিং ওয়াইপার, ABS ও EBD।