
দালালদের দাপট কমাতে এবার রেল কর্তৃপক্ষ তৎকাল টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে বুকিংয়ের সময়ে যাত্রীদের কাছে যাবে OTP। সেই OTP দিলে তবেই হবে টিকিট বুকিং। আগামী কয়েক দিনের মধ্যে দেশজুড়ে সমস্ত ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নয়া নিয়ম চালু হতে চলেছে।
রেলের বক্তব্য, এই নয়া সিস্টেমের উদ্দেশ্য হল, তৎকাল ব্যবস্থার অপব্যবহার রুখে দেওয়া এবং দালাল চক্রের অবসান। যাতে যাত্রীরা সহজেই তৎকাল টিকিট বুকিং করতে পারেন।
রেল সাধারণ যাত্রীদের সুবিধার্থে OTPদিয়ে তৎকাল টিকিট রিজার্ভ সিস্টেম চালু প্রস্তাব দিয়েছে। প্রথমে জুলাই মাসে অনলাইনে তৎকাল টিকিটের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়। এবার অক্টোবর থেকে সমস্ত জেনারেল রিজার্ভেশনের ফার্স্ট-ডে বুকিংয়ের জন্য OTP বাধ্যতামূলক করা হয় অনলাইন সিস্টেমের ক্ষেত্রে। দুই ক্ষেত্রেই সাধারণ যাত্রীদের অনেকটা সুবিধা বেড়েছে বলে জানাচ্ছে রেল।
কীভাবে কার্যকর হবে এই সিস্টেম?
রেল ১৭ নভেম্বর রিজার্ভেশন কাউন্টার থেকে বুকিং হওয়া তৎকাল টিকিটের দন্য OTP চাওয়ার প্রক্রিয়া পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু করেছে। বর্তমানে এই সিস্টেম ৫২টি ট্রেনে শুরু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা যখন টিকিট রিজার্ভেশন ফর্ম ফিলআপ করে তৎকাল টিকিট বুকিং করবেন তখন রেজিস্টার করা মোবাইল নম্বরে OTP চলে যাবে। OTP দিলে তবেই টিকিট বুকিং নিশ্চিত হবে।
তৎকাল রিজার্ভেশনের ক্ষেত্রে OTP বাধ্যতামূলক হলে আগামী দিনে যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই মনে করছে রেল। পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে সমস্ত ট্রেনের ক্ষেত্রেই এটা চালু হবে।