Advertisement

SIR Form Election Commission: SIR ফর্মে কি ছবি আবশ্যিক? ১৩ দফা গাইডলাইনে বিস্তারিত জানাল কমিশন

বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। সেই কারণে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO রা। তবে মুশকিল হল, এখনও অনেক মানুষের মনেই SIR ফর্ম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আর সেই কারণেই SIR ফর্ম নিয়ে নির্বাচন কমিশনের ১৩ দফা গাইডলাইন জেনে নিন।

SIRSIR
Aajtak Bangla
  • 18 Nov 2025,
  • अपडेटेड 9:26 AM IST
  • বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
  • সেই কারণে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO রা
  • SIR ফর্ম নিয়ে নির্বাচন কমিশনের ১৩ দফা গাইডলাইন জেনে নিন

বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। সেই কারণে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO রা। তবে মুশকিল হল, এখনও অনেক মানুষের মনেই SIR ফর্ম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আর সেই কারণেই SIR ফর্ম নিয়ে নির্বাচন কমিশনের ১৩ দফা গাইডলাইন জেনে নিন।

১. এই ফর্ম ফিলআপ করার সময় আবেদনকারীকে অবশ্যই পুরো সাক্ষর করতে হবে। সেটা সম্ভব না হলে টিপ সই হল মাস্ট।

২. যদি কোনও ভুল তথ্য লিখে ফেলেন, সেটা একটা লাইন দিয়ে কেটে দিন। তারপর পাশের ফাঁকা জায়গায় তথ্যটি লিখতে হবে।

৩. যদি কেউ বাড়িতে না থাকার জন্য ফর্মে সাক্ষর না করতে পারেন, তাহলে পরিবারের কেউ সই করে ফর্মটা জমা দিতে পারেন। তবে এমন পরিস্থিতিতে সাক্ষরকারীর নাম লিখতে হবে। পাশাপাশি আবেদনকারীর সঙ্গে তার সম্পর্কও জানাতে হবে।

৪. এসআইআর-এর জন্য আপনি নিশ্চয়ই দুই কপি ফর্ম পেয়েছেন। আর সেই দুই ফর্ম আপনাকে ফিলআপ করতে হবে। একটি কপি আপনি জমা দিয়ে দেবেন। অন্যটি সই করে বিএলও আপনাকে ফেরত দিয়ে দেবে।

৫. এসআইআর-এ ছবি লাগানো ঐচ্ছিক। তবে বিএলও বাড়ি গিয়ে বিএলও অ্যাপে ভোটারদের ছবিও তুলবেন।

৬. এই ফর্মে কোনও ভুল তথ্য দেবেন না। 

৭. যারা মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের সম্পর্কে জানানোর জন্য ফর্ম পূরণ করবেন, তাদের সেই ফর্ম বিএলও-দের কাছে জমা দিতে হবে।

৮. বুথ লেভেল এজেন্ট যারা বিএলও-দের কাছে ফর্ম জমা দিচ্ছেন, তাদের জন্যও রয়েছে নিয়ম। এক্ষেত্রে তাদের একটি সাদা কাগজে তথ্যের সত্যতা স্বীকার করে বয়ান লিখে জমা দিতে হবে বিএলও-দের কাছে। পাশাপাশি উল্লেখ করতে হবে ফোন নম্বর, ঠিকানা এবং পার্ট নম্বর।

৯. মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যাদের অন্য জায়গাতেও নাম রয়েছে, এমন ভোটারের সম্পর্কে ভুল তথ্য দিলে বিপদ হতে পারে। এক্ষেত্রে ১৯৫০ এর ৩১ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া হতে পারে জরিমানা। অথবা দুটি হওয়াই সম্ভব।

Advertisement

১০. বিএলও কোনও মিথ্যে যাচাই করলেও বিপদে পড়বেন। সেক্ষেত্রে ১৯৫০ এর ৩২ ধারা অনুযায়ী শাস্তি মিলবে।

১১. আবেদনকারীর সই, নথি এবং সাক্ষর ডিজিটালি সংরক্ষিত থাকবে। তাই কোনও জালি তথ্য দেওয়া চলবে না।

১২. এখনও যদি ফর্ম না পেয়ে থাকেন তাহলে টোল ফ্রি নম্বর ১৯৫০ বা ০৩৩-২২৩১-০৮৫০-এ ফোন করতে পারেন। চাইলে নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানিয়ে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটস অ্যাপ নম্বর হল ৯৮৩০০৭৮২৫০।

১৩. এই ফর্ম ফিলআপ করার সময় কোনও সমস্যা হলে অবশ্যই BLO এবং সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করুন।

Read more!
Advertisement
Advertisement