Advertisement

Rice Cooker: বিনা গ্যাসে রান্না হয় এই কুকারে, দীপাবলিতে নিজেকেই দিন এই গিফট, দামও কম

গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। তাই অনেকেই গ্যাস ব্যবহার কমাতে চাইছেন। তার বদলে ইলেকট্রিকের উপরই রাখতে চাইছেন ভরসা। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে আজ রয়েছে একটা সুখবর। কারণ, আপনার জন্য একদম সেরার সেরা চয়েস হতে পারে ইলেকট্রিক রাইস কুকার। এই কুকার গ্যাস চাপাতে লাগে না। বরং আপনি অনায়াসে ইলেকট্রিকের সাহায্যে এই কুকার ব্যবহার করতে পারবেন।  

ইলেকট্রিক রাইস কুকারইলেকট্রিক রাইস কুকার
Aajtak Bangla
  • 20 Oct 2025,
  • अपडेटेड 9:36 AM IST
  • গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • গ্যাস ব্যবহার কমাতে চাইছেন
  • একদম সেরার সেরা চয়েস হতে পারে ইলেকট্রিক রাইস কুকার

গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। তাই অনেকেই গ্যাস ব্যবহার কমাতে চাইছেন। তার বদলে ইলেকট্রিকের উপরই রাখতে চাইছেন ভরসা। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে আজ রয়েছে একটা সুখবর। কারণ, আপনার জন্য একদম সেরার সেরা চয়েস হতে পারে ইলেকট্রিক রাইস কুকার। এই কুকার গ্যাসে চাপাতে লাগে না। বরং আপনি অনায়াসে ইলেকট্রিকের সাহায্যে এই কুকার ব্যবহার করতে পারবেন।  

আসলে এই ধরনের কুকার এখন ট্রেন্ডে ইন। খুব কম সময়েই আপনি গ্যাস ছাড়াই এতে ভাত করে ফেলতে পারবেন। ফলে কমবে অনেকক্ষণ ধরে বসে থাকার ঝক্কি। এমনকী গ্যাসও পুড়বে না। লাভই লাভ! তাই দীপাবলিতে নিজেকে অবশ্যই গিফট করুন এমন একটি কুকার।

খুব কম দাম
মার্কেটে এখন অনেক সংস্থার ইলেকট্রিক রাইস কুকার মিলছে। আর এগুলির দামও খুব একটা বেশি নয়। বরং ১৫০০ টাকার মধ্যে আপনি ভালো সংস্থার রাইস কুকার পেয়ে যাবেন। আর এই ধরনের কুকার অনলাইনের পাশাপাশি অফলাইনেও মিলবে। 

এক্ষেত্রে মন চাইলে দেখতেই পারেন Kenstar's rice cooker। এই কুকারের দাম ১২১৪ টাকা। আর এটিতে স্টিমিং ফিচার রয়েছে। যার ফলে খুব সহজেই ভাত রান্না হয়ে যাবে। এমনকী এটিতে রান্না করলে তা অনেকক্ষণ গরমও থাকবে। ফলে বারবার ভাত গরম করার প্রয়োজন পড়বে না। আপনি একবারে গরম ভাতই পরিবেশন করতে পারবেন। আর তাতে আদতে সাশ্রয় হবে। 

এছাড়া চাইলে Prestige's PMC 1.0 Plus model টাও দেখতে পারেন। এই মডেলের দাম ১৪২৫ টাকা। এটি Myntra-তে মিলছে। এটি অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যায়। এটার হিট সেটিং রয়েছে। হাই, লো, ম্যাক্সিমাম হিট অপশন পাবেন। ফলে খুব সহজেই ভাত হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও একটি সেরা প্রোডাক্ট হল AGARO Rice Cooker। এই কুকারের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনি ভাত করেফেলতে পারেন। এটির দাম অ্যামাজনে রয়েছে ১৬০০ টাকা।

Advertisement

মাথায় রাখবেন, এগুলি শুধুই পরামর্শ। কোনটি আপনার জন্য ভালো হবে, সেটা নিজেই ঠিক করুন। কেনার আগে অবশ্যই সেই প্রোডাক্টের রিভিউ পড়বেন। এছাড়া কী কী ফিচার রয়েছে, সেটাও দেখে নেওয়া জরুরি। তার পর যদি পছন্দ হয়, তাহলেই কিনবেন সেই প্রোডাক্ট। অন্যথায় প্রয়োজন নেই। বরং নিজের পছন্দের অন্য কোনও প্রোডাক্ট কিনে নিতে পারেন। সেটাই আপনার জন্য ভাল হবে। 

 

Read more!
Advertisement
Advertisement